যে কারণে শাফিন যুথীকে প্রপোজ করে ফেলেছিল

৬৪৩৪ পঠিত ... ২২:১৯, অক্টোবর ০২, ২০১৬


এলাকার মাস্তান টাইপ বড় ভাইয়ের নাম জিসান। সেই এলাকায় জিসান ভাইয়ের ইশারা ছাড়া কিছু হলে জিসান ভাইয়ের খুব ইগোতে লাগে। তো সেই এলাকার সুন্দরী যুথীর সাথে হঠাৎ প্রেম হয়ে গেল আরেক এলাকার ছেলে শাফিনের। ব্যাপারটা জিসান ভাইয়ের ইগোতে হার্ট করেছে। জিসান ভাইয়ের পোলাপান শাফিনকে ধরে নিয়ে আসছে। জিসান ভাইয়ের সাথে তার যেই কথা হলো--


: কিরে হারামজাদা, তুই জানস না আমার এটা আমার এলাকা! এই এলাকায় কিছু করার আগে সবাই ভাবে, জিসান ভাইয়ের এলাকা, তাকে জিজ্ঞেস না কইরা কোন ঝামেলা করমু না, তারপরেও যুথীরে প্রপোজ করলি কোন সাহসে?
: ভাই আমিও তো তাই ভাবছিলাম, জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: তাইলে?
: ভাই প্রথমে একদিন মেয়েটাকে দেখছিলাম কলেজের গেটে। দেখেই ভাবছি, জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: তারপর?
: তারপর একদিন অনেক কষ্ট করে মেয়ের মোবাইল নম্বর জোগার করার চেষ্টা করলাম। কিন্তু ভাবলাম জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: তারপর কী করছিস?
: তারপর কি ভেবে জানি ফোন নম্বর জোগাড় কইরা ফালাইলাম। তারপর ভাবলাম, জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: তারপর?
: তারপর একদিন মেয়েকে ফোন দিলাম। মেয়ে দেখতে যেমন সুন্দর, কণ্ঠও তেমন সুন্দর! কী যে ভাল লাগল! তবে ভাবলাম জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: তারপর কী হইছে রে হারামী?
: তারপর মেয়ের সাথে অনেক কথা বললাম। নিজের কথা বললাম, তার কথা শুনলাম। তারপর ভাবলাম, জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: তারপর কী হইছে?
: তারপর একদিন বুঝলাম, এখন সময় আসছে। মেয়েও আমাকে পছন্দ কইরা ফালাইছে, প্রপোজ করলেই কাজ হবে। কিন্তু ভাবলাম, জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমুনা।
: আরে দূর খালি জিসান ভাইয়ের এলাকা, জিসান ভাইয়ের এলাকা, তারপর কী হইছে ক!
: ভেবেই গেলাম যে, জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: আরে বাল তারপর কী হইছে?
: তারপর একদিন প্রপোজ করার জন্য ফোন করলাম। কিন্তু ভাবতেছিলাম, জিসান ভাইয়ের এলাকা, কোন ঝামেলা করমু না।
: আরে জিসান ভাইয়ের মায়রে বাপ, ওর *য়রে আমি…তারপর কী হইছে ক!

: ভাই, এগজাক্টলি আপনি এখন যা বললেন, আমিও তাই ভাবছি, তাই প্রপোজ কইরা ফালাইছি।

৬৪৩৪ পঠিত ... ২২:১৯, অক্টোবর ০২, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top