‘আরে কেউ দেখবে না... এসো, জাস্ট একটা চুমো'

১০০৩৬ পঠিত ... ১৬:৪৭, জানুয়ারি ৩১, ২০১৯

বান্ধবীকে রাতের বেলা বাড়ি পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে বললো সে, 'একটা চুমো খেতে দাও আমাকে।'

‘কী? তুমি পাগল হলে? এখানে দাঁড়িয়ে? না না না!’
‘আরে কেউ দেখবে না। এসো, একটা চুমো।’
‘না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে।’
‘আরে জলদি করে খাবো, কে দেখবে?’
‘না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না।’
‘আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো — খামোকা এমন করে না লক্ষ্মী!’

এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে সে বললো, ‘আপু, মা বলেছে, হয় তুমি চুমো খাও,নয়তো আমি চুমো খাই, নয়তো মা নিজেই নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে— কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে ইন্টারকম থেকে হাতটা সরায়।’

১০০৩৬ পঠিত ... ১৬:৪৭, জানুয়ারি ৩১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top