ভাঙা গাল শেভ করার যে দুর্দান্ত টেকনিক আপনার অবশ্যই শিখে নেয়া উচিত

২৪২১ পঠিত ... ১৮:৩৮, মার্চ ০১, ২০২০

এক লোক সেলুনে গেছে শেভ করতে। নাপিত ফোম লাগালো দুই গালে। তখন লোকটা বললো, 'ভাই। আমার দুই গাল ভাঙা বলে আমি কখনও একদম ভালো করে শেভ করতে পারি না। খুব চমৎকার করে শেভ করে দিতে পারেন?'

: সেক্ষেত্রে একটা বুদ্ধি করতে হবে।  

: কী বুদ্ধি?

নাপিত ড্রয়ার খুলে একটা ছোট বল বের করলো। বললো, এই বলটা মুখে পুরুন তাহলে আপনার গাল দুটো ফুলে উঠবে আমি একদম ক্লিন শেভ করে দেবো।

'বাহ, ভালো বুদ্ধি তো।' লোকটা বলটা মুখে পুরলো।

তারপর নাপিত সত্যি সত্যি চমৎকার করে শেভ করে দিল।

লোকটা মুখ থেকে বলটা বের করে ফিরিয়ে দিল। তখন লোকটা বললো, 'আচ্ছা, আমি যদি বলটা গিলে ফেলতাম তাহলে কী হতো?'

: এরকম অনেকবার হয়েছে কাস্টমারদের ক্ষেত্রে। তাতে সমস্যা নেই। আপনি বলটা পরদিন ধুয়ে মুছে ফিরিয়ে দিয়ে যাবেন। সমস্যা কী? 

২৪২১ পঠিত ... ১৮:৩৮, মার্চ ০১, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top