প্রেমিকার স্বামীকে চাঁদে ৩ কাঠা জমি কিনে দিতে চান বাপ্পারাজ

১১১০ পঠিত ... ১৫:১৮, সেপ্টেম্বর ২৭, ২০২১

premikar shami bapparaj chad

প্রেমিকার স্বামীর জন্য প্রেমিকাসহ নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া বাপ্পারাজের মজ্জাগত। প্রতিটি সিনেমায় কোন না কোনভাবে প্রেমিকার স্বামীর পাশে ছিলেন বাপ্পারাজ৷ সম্প্রতি প্রেমিকার স্বামীকে চাঁদে ৩ কাঠা জমি কিনে দিতে চেয়ে মহানূভবতার আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি৷ নিজের একটি ফেক আইডি থেকে এমনটাই জানান বাপ্পারাজ।

ফেক আইডিটি থেকে ফেসবুক লাইভে এসে মুখে দুঃখের একটি হাসি ফুটিয়ে বাপ্পারাজ বলেন, 'আমি আর কার জন্য করবো! কে আছে আমার! প্রেমিকার স্বামীরাই তো আমার সব। চাঁদে জমি কেনার খবরে তাই সবার আগে তাদের কথাই মাথায় আসলো৷ প্রেমিকার স্বামীদের লিস্ট করা হচ্ছে, ক্যারিয়ারের সব সিনেমা মিলিয়ে ২০-২৫ জন তো হবেই৷ সবাইকেই ৩ কাঠা করে জমি কিনে দিতে চাই৷ এরপর আবার শান্তিতে আরো একটা প্রেমে নামার প্ল্যান।'

লাইভের এই পর্যায়ে ক্যামেরা অফ না করেই পেছন ফিরে চোখের পানি মুছে আবারো হাসি হাসি মুখ করে ক্যামেরার দিকে তাকান বাপ্পারাজ৷

লাইভে এক ভক্তের টাকা পয়সা সংক্রান্ত প্রশ্নে বাপ্পারাজ বলেন, 'এত চিন্তার কিছু নেই৷ একটা কিডনি বেছে শবনমের স্বামীকে আইফোন তের কিনে দিছিলাম। চাঁদে জমি কেনার জন্য বাকি কিডনিটাও বিক্রি করেছি৷ একটা চোখ বিক্রির ব্যাপারে কথা চলছে৷ রক্তের বাজারও ভালো৷ আশা করি টাকা জোগাড় হয়ে যাবে৷ ওদের জন্য এইটুকু যে আমাকে পারতেই হবে।'

১১১০ পঠিত ... ১৫:১৮, সেপ্টেম্বর ২৭, ২০২১

Top