Lootera 2 আনার পরিকল্পনা পরিচালকের, মূখ্য চরিত্রে চান শেখ হাসিনাসহ শীর্ষ আওয়ামী নেতাদের

৪৫ পঠিত ... ১৭:৪৪, অক্টোবর ২৯, ২০২৪

9

রণবীর সিং এবং সোনাক্ষী সিনহা অভিনীত বিখ্যাত বলিউড সিনেমা Looteraর সিক্যুয়েল আনার পরিকল্পনা করছেন এর পরিচালক। তবে Lootera 2 এ আগের অভিনেতা-অভিনেত্রী কাউকেই দেখা যাবে না। এর পরিবর্তে মূখ্য চরিত্রে শেখ হাসিনাসহ শীর্ষ আওয়ামী নেতাদের চান সিনেমাটির পরিচালক। একটি বিশেষ চরিত্রে এস আলমকেও রাখার চিন্তা রয়েছে তার। সিনেমাটির দ্বিতীয় অংশের গল্প মূলত বাংলাদেশকে কেন্দ্র করেই। প্রথমে বাংলাদেশে এসে গল্প লেখার পরিকল্পনা থাকলেও আওয়ামীলীগের বেশিরভাগ নেতা ভারতে থাকায় দিল্লী কলকাতাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এর লেখক পরিচালকরা।

সিনেমাটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে আর কাস্টিং ডিরেক্টরের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন, সম্পূর্ণ ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে মানি হেইস্টের ভাইব পাবে অডিয়েন্সরা। আর প্রফেসরের চরিত্রটির জন্য ভাবা হচ্ছে শেখ হাসিনাকে। জয়ের সাথেও কথাবার্তা চলছে, যদি তিনি রাজী থাকেন তবে তাকেও মাদকাসক্ত চোরের একটি চরিত্র দেওয়া হবে। Lootera 2 হবে ব্যাংক লুটপাটভিত্তিক সবচেয়ে কমপ্লেক্স গল্প এবং সবচেয়ে বড় কাস্টের সিনেমা।

পরবর্তীতে এই সিনেমার স্পিনঅফ হিসেবে এস আলম কিংবা দরবেশ বাবা নামে দুটি সিরিজ আনারও কাজ পাইপলাইনে রয়েছে বলেও জানান তিনি। সেগুলোও ব্যাংক লুটপাটের ভিত্তিতেই তৈরি করা হবে। সিনেমাটিতে ছাত্রলীগের কেউ থাকবেন কিনা জানতে চাইলে তিনি আরও জানান ছাত্রলীগের জন্য ৭ মিনিটের বেশ কিছু সিকোয়েন্স রাখা হয়েছে। তবে সেগুলো এখনই বলতে চাননি কাস্টিং ডিরেক্টর ভাইটি।

৪৫ পঠিত ... ১৭:৪৪, অক্টোবর ২৯, ২০২৪

Top