বিগত কয়েকদিন ধরে অনলাইন-নির্ভর জীবনযাপন করে ক্লান্ত ও হতাশ আওয়ামী লীগ এবার অবশেষে তাদের বাস্তবতা স্বীকার করতে বাধ্য হয়েছে। মাঠে-ময়দানে কেউ পাত্তা না দিলেও ফেসবুকে স্ট্যাটাস, লাইভ, রিঅ্যাকশন–এসব ক্ষেত্রে দলটির কার্যক্রম দিন দিন সমৃদ্ধ হওয়ায় অবশেষে দলের পক্ষ থেকে ঘোষণা এলো: দলের নতুন নাম হবে বাংলাদেশ অনলাইন লীগ (BAL)।
দলটির পলাতক শাখার সভাপতি ভারতের এক রহস্যময় গর্ত থেকে এক্সক্লুসিভ ভিডিও বার্তায় জানান, যেহেতু সব কাজই অনলাইনেই করছি–ধরেন শাটডাউন ঘোষণা থেকে শুরু করে লকডাউন ডিক্লেয়ারেশন, সেহেতু দলের নামও অনলাইন ফ্রেন্ডলি হওয়া দরকার। এখন থেকে আমরা স্ট্যাটাস নির্ভর রাজনীতি করব। মাঠে নামার চিন্তা বাদ। খেলা হবে অনলাইনে আসো, খেলব।
তবে দলের নাম পরিবর্তনের ঘোষণায় কিছুটা ক্ষুব্ধই হয়েছেন মানবতার আম্মো শেখ হাসিনা। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মতো রাজাকারের বাচ্চাদের জন্যই আজ আমার এই অবস্থা, অনলাইনের বদলে বাস্তবেই একটু ঠিকঠাকভাবে মানুষ মারতে পারলে আমাকে আজ পরের ঘরে থাকতে হতো না।


