হুট করেই চাঙ্গা আওয়ামী লীগ, নেতা-কর্মীরা জানালেন আবার মানুষ মা*রতে পেরে ভালো লাগছে 

১৯৭ পঠিত ... ১৭:০৮, নভেম্বর ১১, ২০২৫

হুট করেই বেশ চাঙ্গা হয়ে উঠেছে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা। তাদের মধ্যে এই উৎফুল্লতার কারণ জানার জন্য অনুসন্ধান করতে গেলে দলটির নেতা কর্মীরা বলেন, এতদিন বেকার সময় কাটছিল, অনেকদিন পর আবার গাড়িতে আগুন দিয়ে কিংবা বোমা মেরে মানুষ মা*রতে পেরে বেশ ভালো লাগছে তাদের। 

বেশ খুশি তেল চকচকে মুখের এক নেতার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি গর্ত থেকে মুখ বের করে বলেন, দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, কতদিন হলো আপা নেই, ক্ষমতার দম্ভ নেই। মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাতে পারি না। হাতটা নিশপিশ করে ট্যালেন্টেও মরচে ধরে যাচ্ছিল, ভেবেছিলাম আর কোনোদিন হয়তো সময় পাব না কিন্তু আবার পেলাম সেই কাঙ্ক্ষিত সুযোগ। ওপেনে না পারলেও গোপনে চোরাগোপ্তাভাবে আবার মানুষ মারতে পারছি, বেশ মানসিক শান্তি অনুভব করছি। সেই শেষ জুলাইয়ে মেরেছিলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন অন্তত হাজারখানেক মানুষকে পুড়িয়ে মারতে পারি, নাহলে শান্তিতে মরতে পারব না।    

কলকাতায় পলাতক আরেক নেতা বলে, ইশ কী যে ভালো লাগছে। উত্তেজনায় ইচ্ছা করছে এখানেই কয়েকটা গাড়িতে আগুন লাগিয়ে মানুষ মেরে ফেলি। তোমরা যারা দেশের গর্তগুলোতে থেকে এই কাজ চালিয়ে যাচ্ছো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই proud of you। জানা গিয়েছে এই অগ্নিসন্ত্রাসের সাফল্য কামনায় দিল্লীতে লালপানি পার্টির আয়োজন করেছে আমেরিকান নাগরিক লালপানি জয়।

১৯৭ পঠিত ... ১৭:০৮, নভেম্বর ১১, ২০২৫

Top