জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্য শুনে নস্টালজিক হয়ে গেলেন ডাকসু নেতারা 

২২৮ পঠিত ... ১৬:০৫, নভেম্বর ২৩, ২০২৫

সম্প্রতি এক সভায় নিজের বেশ কিছু বক্তব্যের জন্য বেশ সমালোচিত হচ্ছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। সেখানে তিনি বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়...যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। 

এই বক্তব্য শোনার পর অন্যরা বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করলেও বিষয়টি নিয়ে বেশ নস্টালজিক হয়ে পড়েছেন ডাকসু নেতারা। তাদের নস্টালজিয়ার কারণ কী–এটা জানতে চাইতেই তারা আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রশাসনকে ‘আন্ডারে আনার’ কথা শুনে তাদের কেউ কেউ মুচকি হাসতেও শুরু করেন। তবে ডাকসু নেতাদের কেউ কেউ অবশ্য কারণ জানতে চাইলে বেশ ক্ষেপে যান, একজন তো আমাদের প্রতিবেদককে, ফ্যাসিবাদের দোসর শালা! বহিরাগত বাদামওয়ালা! তোকে কে ক্যাম্পাসে ঢুকতে বলছে? 

অনেক বিশেষ-অজ্ঞরা এই জামায়াত নেতার বক্তব্যকে, নতুন ডেমোক্রেসির ডেমো ভার্সন হিসেবেও আখ্যায়িত করেছেন।  অন্যদিকে শোনা গিয়েছে পলাতক আওয়ামী লীগের কেউ কেউও নাকি এই নেতার বক্তব্যে বেশ নস্টালজিক অনুভব করছেন, কারণ আওয়ামী লীগের পরে এই প্রথম কেউ এই ধরণের বক্তব্য দিল।

২২৮ পঠিত ... ১৬:০৫, নভেম্বর ২৩, ২০২৫

Top