AI ভিডিওর রমরমা প্রচার, আওয়ামী লীগের নাম পরিবর্তন করে ‘AI লীগ’ রাখার দাবি

৩৯ পঠিত ... ১৭:৪২, নভেম্বর ১৩, ২০২৫

দেশজুড়ে AI ভিডিওর ছড়াছড়ি। কেউ চ্যাট জিপিটিতে কবিতা লিখছে, কেউ মিডজার্নিতে ছবি বানাচ্ছে, আবার কেউ এলেভেন ল্যাবস দিয়ে নেতার কণ্ঠে নতুন বার্তা ছড়াচ্ছে। এই AI বিপ্লবে পিছিয়ে নেই আওয়ামী লীগও। যার এক ঝলক দেখা গেছে তাদের সর্বশেষ ‘লকডাউন কর্মসূচি’তে। ১৩ নভেম্বরের এই কর্মসূচিকে ঘিরে ফেসবুকে এত পরিমাণ AI নির্মিত মিছিল, প্রতিবাদ ও পোস্টার দেখেছে যে, লীগের নেতাকর্মীরা বুঝতেই পারছে না, রাস্তায় নামবে, না ফোনের স্ক্রিনে স্ক্রল করবে।

অন্যদিকে আওয়ামী লীগের এই AI বিপ্লবকে সম্মান করে লীগের নামও চেঞ্জ করার প্রস্তাব দিয়েছেন অনেকে। তারা বলছেন, যেহেতু লীগকে এখন আর রাস্তায় দেখা যায় না, দেখা যায় কেবল AI-তে। তাহলে লীগের নাম চেঞ্জ হয়ে AI লীগ হয়ে যাওয়াই ভালো। 

বাসায় বসে নাক ডাকতে ডাকতে এক লীগার বলেন, বাসায় বসে মিছিলে স্লোগান দেওয়া যায়, পুলিশের ধাওয়া খাওয়া যায়, আবার হিরোও হওয়া যায়, সব AI দিয়ে। মিছিলে যাওয়ার আর কী দরকার! 

আওয়ামী লীগের তরুণ নেতারা এটাকে পোস্টমডার্ন যুগের বিপ্লব বলছেন! তারা বলছেন, সারাবিশ্ব যেখানে AI হয়ে গেছে সেখানে আমরা নিয়ে এসেছি AI বিপ্লব। রাজপথের ইতিহাসে আমাদের AI লীগের নাম চ্যাট জিপিটির অক্ষরে লেখা থাকবে। 

এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, AI ভিডিওতে আমাদের মিছিল কখনও থামে না, গ্যাস শেষ হয় না, বৃষ্টিতে ব্যানার ভিজে না। 

অন্য আরেক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বরাবরই আধুনিক প্রযুক্তির পক্ষে। দেশকে স্মার্ট করতে হলে আমরাও তো স্মার্ট হতে চাই। এখন যদি দলের নাম ‘AI লীগ’ হয়, তাহলে বিশ্ব বুঝবে আমরা কেবল ‘আওয়ামী’ নই, আমরা ‘অ্যালগরিদমিক’ও।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ভবিষ্যৎ এখন মেশিন লার্নিংয়ের হাতে। ভবিষ্যতে হয়তো ভোটও হবে Chatbot-এর মাধ্যমে, AI ভোটার দিয়ে দেওয়া হবে ভোট! যদিও কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ থুক্কু AI লীগ তো আগেও AI ভোটারের মাধ্যমেই ভোটে জিতছে, তাদের জন্য এ আর নতুন কী!

৩৯ পঠিত ... ১৭:৪২, নভেম্বর ১৩, ২০২৫

Top