হুট করেই দিল্লির নাম পাল্টে টুঙ্গিপাড়া করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। প্রথমে বিষয়টির কারণ সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও পরবর্তীতে এক ফেক ভিডিও কলে জাতিসংঘ মহাসচিব বলেন,ধোঁকা দিয়ে মানবতার আম্মোকে টুঙ্গিপাড়া বলে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে, বিষয়টি জানার থেকেই বুক চিনচিন করছে। মহাসচিব আরও যোগ করেন, মোদীজিকে অনুরোধ করে আমরা বলেছি, প্লিজ দিল্লির নামটা ডামি হিসেবে টুঙ্গিপাড়া করে দেন, অন্তত মনস্তাত্ত্বিক জাস্টিস তো হবে! তিনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু ‘ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হবে’ শুনে সাথে সাথেই সম্মতি দেন।
এই সিদ্ধান্তে আওয়ামী মহলে নেমেছে আনন্দের বন্যা। একজন সিনিয়র নেতা উচ্ছ্বাসে বলেন, এখন থেকে আমরা দিল্লিকে টুঙ্গিপাড়া ভাবতে পারব। দীর্ঘদিনের মানসিক ক্ষত অনেকটাই সারবে। মোদীজি যদি আগামীতে তাজমহলের নামও ‘গোপালগঞ্জ মহল’ করে দেন, তাহলে তো কথাই নেই।
তবে শহরের নাম পাল্টে ফেলায় বিপদে পড়েছে দিল্লির স্থানীয় বাসিন্দারা, প্রথমত টুঙ্গিপাড়া বিষয়টা কী সেটাই তারা বুঝে উঠতে পারছে না অন্যদিকে ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগার দিল্লির রাস্তায় জড়ো হওয়ায় বেশ আতংকে দিন কাটাচ্ছেন তারা।


