গতকাল বাংলাদেশ ফুটবল দলের কাছে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছে ভারতীয় ফুটবল দল, হারার পর থেকেই মন খারাপ পুরো ভারতের। কোথাও কোথাও টিভি ভাঙার খবরও শোনা গিয়েছে। ভারতের হারে ভারতীয়দের মন খারাপ থাকতেই পারে, তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের কাছে ভারতের হারের পর ভারতীয়দের চেয়ে বেশি শোকগ্রস্ত দেখা যাচ্ছে সেখানে ওবস্তানরত ছাত্রলীগ নেতাকর্মীদের। এমনকি বাংলাদেশের কাছে ভারতের হারের পর কলকাতায় শোকসভারও আয়োজন করেছে ছাত্রলীগ।
চোখে পানি নিয়ে এক ছাত্রলীগ নেতা আমাদের বলেন, সবক্ষেত্রেই আমরা আর আমাদের প্রিয় মিত্ররা হেরে যাচ্ছে, ভেবেছিলাম আজ ভারতের জয় লালপানি খেয়ে গর্তে সেলিব্রেট করব কিন্তু রাজাকারের বাচ্চারা আমাদের জীবনের সকল আনন্দ কেড়ে নিয়েছে। আমাদের তো দেশে শোকসভা করার সুযোগ নেই, সবাই ট্রল করে। তাই ভেবেছি কলকাতায় করাই ভালো। দেখেন, এখানে কেউ পাত্তা দেয় না, আমরাও শান্তিতে শোক করতে পারি।
শোকসভায় উপস্থিত সদস্যরা কালো ব্যাজ পরলেও ব্যাজে ‘India My Beloved’ লেখা থাকায় কলকাতার মানুষ বেশ বিভ্রান্ত হয়ে যায়। এক পথচারী জিজ্ঞেস করলে এক ছাত্রলীগার তাকে জবাব দেয়, আমরা বাংলাদেশের রাজনীতি করি, কিন্তু ভারতের ড্রোন মুখে নিয়ে। আমাদের মুখে সবসময় ভারত বন্দনাই থাকে, বাংলাদেশ আমাদের মাতৃভূমি হলেও ভারত আমাদের পিতৃভূমি।
শোকসভার শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় ভারতীয় ফুটবলের ‘উজ্জ্বল ভবিষ্যৎ’-এর স্মরণে। কলকাতা পুলিশ অবশ্য শেষ পর্যন্ত শোকসভা ছত্রভঙ্গ করে দেয়, কারণ তারা নাকি একটা দেশের হারের শোক আরেক দেশের রাজনৈতিক সংগঠন পালন করছে–এমন দৃশ্য আগে কখনও দেখেনি।


