মাসনা ও সুলাসাসহ কাশেমি হুজুরের আইবিএম কলোনিতে বাসা ভাড়া নিচ্ছেন নেইমার

৯৩ পঠিত ... ১৭:৫০, মে ০৬, ২০২৫

16

প্রেম করেন, বিচ্ছেদ করেন, আবার প্রেমের মাঝেও প্রেম করেন নেইমার। জানা গেছে, ব্রাজিলিয়ান এই রাজপুত্র এবার নিজের ৩ প্রেমিকাসহ আইবিএম কলোনিতে বাসা ভাড়া নিচ্ছেন। নিজের মাসনা ও সুলাসাসহ ৩ ফ্লাটের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছেন তিনি।

আরও জানা গেছে, কাশেমি হুজুর নেইমারকে ৫০% ডিসকাউন্টও দেবে।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে নেইমার একটা ডিগবাজি দিয়ে আমাদের বলেন, কী কেমন দিলাম! এরপর একটু রিল্যাক্স হয়ে তিনি বলেন, ঘটনা সত্য। আইবিএম কলোনিতে বাসা ভাড়া নিচ্ছি। এখন ৩ ফ্ল্যাট নিয়েছি। কাশেমি হুজুর বলছেন, দ্রুতই রুবাআটা করে ফেলতে। ভাবতেছি রুবাআটাও করে ফেলব। ৫০% ডিসকাউন্ট পেলে টা কেন? আমি ১০-১২টা বিবাহ করতে রাজি আছি।   

এদিকে নেইমারকে দেখে শেখার জন্য ব্রাজিল ফ্যানদেরকে আহবান করেছেন কাশেমি ভাই। তিনি বলেন, পুরুষের আসল পরিচয় রুবাআ-তে। যে পুরুষ সামর্থ থাকার পরও রুবাআ করে না তার পুরুষত্ব নিয়ে আমার আছে। আমি ব্রাজিল ফ্যানদেরকে বলব, আপনারা এই সৌন্দর্য্য থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন না। নেইমারের কাছ থেকে শেখেন। বিবাহ করেন। আইবিএম কলোনিতে ৫০% ডিসকাউন্ট তো আছেই।

৯৩ পঠিত ... ১৭:৫০, মে ০৬, ২০২৫

Top