রাতের আঁধারে (বাংলাদেশ সময়) ভোট হ‌ওয়ায় একে 'প্রহসনের নির্বাচন' বলে গোস্বা করলেন ট্রাম্প!

১৯ পঠিত ... ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে

১৯১২ সালের পর সর্বকনিষ্ঠ, নিউইয়র্কের এ যাবত কালের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র সেটাও আবার ১০,৩৩,৯৭৫ (৫০.৪%) ভোট পেয়ে প্রথম নির্বাচনেই জয়লাভ করাটাকে সংগত কারণেই সন্দেহের দৃষ্টিতে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

তিনি বলেন, বাংলাদেশ সময় রাতে এই ভোট হয়েছে।

রাতের আঁধারে যেই ভোট হয় সেটা আমরা মানি না। 

মামদানির হাসির উল্লেখ করেও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি হাসলে আমার চেহারায় গোটা নিউইয়র্ক ফুটে ওঠে, মামদানীর চেহারায় তো একটা মেট্রোরেল‌ও দেখা যায় না। 

নির্বাচনী প্রচারণায় মামদানি নিউইয়র্কবাসীর জন্য ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ধনীদের ওপর তিনি অতিরিক্ত কর আরোপের প্রস্তাব‌ও করেছিলেন। 

ধনীদের ওপর এমন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে ট্রাম্প যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, একমাত্র এই দেশেই শুধুমাত্র ধনীদের দল-মত নির্বিশেষে যোগ্য সম্মান দেওয়া হয়। রিটায়্যারমেন্টের পর বাংলাদেশের নির্বাচনে নাক গলানোর অঙ্গীকার করেছেন ট্রাম্প! 

নিউইয়র্কে বাংলাদেশি আন্টিরা তাদের ধোঁকা দিয়ে মামদানীকে সাপোর্ট করলেও বাংলাদেশের দেশী আন্টিদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে তিনি জানান।

১৯ পঠিত ... ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে

Top