সায়েন্স ল্যাব মোড়ের বহুদিনের যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে শান্তির পতাকা উড়িয়েছে ঢাকা ও আইডিয়াল কলেজ। গতকাল দুপুরে উভয় পক্ষ একে অপরের গলা চেপে ধরার বদলে করমর্দন করে ‘চিরস্থায়ী শান্তিচুক্তি’-তে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, দুই পক্ষ এখন থেকে আর কোন প্রকার ফাডাফাডিতে লিপ্ত হবে না বলে শপথ গ্রহণ করে। একে অন্যকে মিস্টি খাইয়ে দেওয়া এবং ফুলের মালা পড়ানোর মাধ্যমে সায়েন্স ল্যাবকে শান্তির ছায়াতলে নিয়ে আসার প্রত্যয়ও ব্যক্ত করে।
তবে ঢাকা ও আইডিয়াল কলেজের এই শান্তিচুক্তির খবর দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। এমনকি আগামী শান্তি পুরস্কার যৌথভাবে ঢাকা ও আইডিয়াল কলেজকে দেওয়া হবে বলে জানিয়েছে নোবেল কমিটি। এক বিবৃতিতে তারা জানায়, বিশ্বে যেখানে দেশগুলো এখনও সীমান্ত নিয়ে মারামারি করছে, সেখানে দুই কলেজ শান্তির উদাহরণ স্থাপন করেছে। সায়েন্স ল্যাব মোড়কে শান্তির ছায়াতলে নিয়ে আসা মানে মঙ্গলগ্রহে অক্সিজেন পৌঁছানোর মতো ব্যাপার।
তবে সমালোচকেরা বলছেন, চুক্তি সইয়ের সময় সিটি কলেজকে আমন্ত্রণ জানানো হলেও তারা সেখানে যায়নি। বিশেষজ্ঞদের মতে, যদি এই শান্তিচুক্তি অন্তত এক মাস টিকে যায়, তবে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে টেকসই শান্তি উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।


