সম্প্রতি এক মিলেনিয়াল (বয়স ২ সপ্তাহ) এডিস মশা ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঐ ব্লগে মশাদের নানান অনুভূতি, সুবিধা, অসুবিধা চাওয়া নিয়ে খোলাখুলি আলোচনা করে সে একটা বিশাল বক্তব্য রেকর্ড করেছে। আপাত শ্রুতিতে মশার সাধারণ সঙ্গীত মনে হলেও বিশেষ কায়দায় (গোপনীয়) সেই রেকর্ড শব্দে রূপান্তর করে হুবহু তুলে দেওয়া হলো।
প্রিয় বোনেরা ও বাকি নাগরেরা,
সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। এটা আমার প্রথম রেকর্ডিং, মানুষরা একে পডকাস্ট বলে।
উঁউঁউঁ( কথার মাঝখানে মানুষরা বিরতি নেওয়ার জন্য তোঁতলায়, আমি এমন শব্দ করলে বুঝে নেবে কথা খুঁজে পাচ্ছিনা কিংবা তোঁতলাচ্ছি)।
তোমরা জানো বাংলাদেশ আমাদের জন্য খাঁটি আবাসস্থল।
এখানে সবাই খুব আন্তরিক। আমাদের আবাস ও যথাযথভাবে প্রজননের জন্য নানানভাবে আমাদের সাহায্য-সহযোগিতা করে আসছে। বিনিময়ে তাদের কে কামড়ে আমরা প্রতিদান দিয়ে যাচ্ছি। প্রতিবছর আমরা আমাদের টার্গেট ব্রেক করে নতুন রেকর্ড গড়ি। মশা অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (MAFRCO) থেকে গত জুলাইয়ে আমাদের টার্গেট দিয়েছিল নভেম্বরের মধ্যে ৫০,০০০ মানুষকে কামড়াতে হবে। খুবই আশাব্যঞ্জক যে আমরা ইতোমধ্যে ৪১,৮৩১ জনকে প্রায় কামড়ে ফেলেছি। এই অর্জন আমাদের সবার, উঁউঁউঁ।
তবে এবছর আমাদের এক ভাবি মশা বিখ্যাত ত্বকী-কে কামড়েছে। এই খবর সারা বিশ্বে কিছুটা হলেও আমাদের মার্কেটিং করেছে। উঁউঁউঁ
আইসল্যান্ডে এতকাল আমাদের পদচারণা ছিল না। আমাদের এক প্রতিনিধি সেখানে পৌছে গিয়েছে। শীঘ্রই আমরা তার সৌজন্যে একটা বিশেষ ক্যাম্পেইন করব। ক্যাম্পেইনে টার্গেট পরিমাণ মানুষ কামড়াতে পারলে ঢাকা-আইসল্যান্ড-ঢাকা রিটার্ন ফ্যাসিলিটিজসহ দুইদিনের থাকা-খাওয়ার অফার থাকবে। ভেবে দেখ, ৪ সপ্তাহের দুনিয়ায় আজ ঢাকা তো কাল আইসল্যান্ডে, উঁউঁউঁ!
আমার আজন্ম এক স্বপ্ন আছে, জানিনা পূর্ণ হবে কিনা।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারও রক্ত পান করতে চাই। তোমাদের জানিয়ে রাখি অরিজিৎ সিং শীঘ্রই বাংলাদেশে আসবে। তোমরা প্রস্তুতি নাও। আমাদের কয়েকটা টিম সার্বক্ষণিক তৈরি থাকবে তার কনসার্টের এলাকায়। ততদিন সরকার তথা সর্বসাধারণ আমাদের টিকে থাকতে বরাবরের মতই সহযোগিতা করবে সেই বিশ্বাস আমার আছে।
আজকের মতো এ পর্যন্তই।
সাইন অফ করছি হিমু আঙ্কেলের বাসার টব থেকে।


