বাংলাদেশের নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে লড়তে চান ট্রাম্প 

১৩ পঠিত ... ১১ ঘন্টা ৩ মিনিট আগে

বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া—এবারের নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ? তিনি শুনেছেন, দেশে রিপাবলিকান পার্টি নামের একটা দল ‘হাতি’ প্রতীক পেয়েছে। খবরটি জানার সঙ্গে সঙ্গেই ট্রাম্প নাকি উচ্ছ্বাসে বলে উঠেছেন, ‘দিস ইজ ট্রেমেন্ডাস! বাংলাদেশে আমাদের পার্টি অলরেডি গ্রেট এগেইন!’

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমেরিকায় হাতি মানেই রিপাবলিকান, বাংলাদেশেও নিশ্চয় তাই। আমার মনে হচ্ছে, ঢাকায় নেমেই আমি বিজয় মিছিল করতে পারব। শুধু একটা জিনিস দরকার—একটা ‘বিগ, বিউটিফুল, ওয়াল’ ঢাকায়ও বানাতে হবে। এতে করে ভোটাররা বুঝবে, আমি সত্যিকারের নেতা। তিনি আরও বলেন, আমি শুনেছি বাংলাদেশে ভোট মানেই উৎসব। আমি এমন উৎসব আমেরিকাতেও আনতে চাই।  

তবে বাংলাদেশি দলটির নেতারা এখন হিমশিম খাচ্ছেন কীভাবে ট্রাম্পকে বোঝানো যায় যে এখানে হাতি মানে আসলে স্থানীয় রাজনৈতিক প্রতীক, রিপাবলিকান পার্টির শাখা না। এক নেতা বলেন, আমরা যতই বোঝাতে যাই, উনি ততই খুশি হয়ে বলেন, ‘বাংলাদেশ ইজ মাই সেকেন্ড হোম। এছাড়া ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে আবার গ্রেট করব! আমি চট্টগ্রামে একটা ট্রাম্প টাওয়ার খুলব। সেখানে থাকবে প্রেসিডেন্টিয়াল স্যুট আর হাতি থিমের রেস্তোরাঁ।

ইসিই সূত্রে জানা গেছে, ট্রাম্প ইতোমধ্যে তার প্রার্থিতা জমা দিতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় পরিচয়পত্রে ‘Florida, USA’ লেখা থাকায় আবেদনটি সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করে বলেন, আমাকে কেউ থামাতে পারবে না, মানুষ আমার পাশে আছে।

১৩ পঠিত ... ১১ ঘন্টা ৩ মিনিট আগে

Top