শুধু এনসিপিকেই ভোট দেবেন, জানালেন বনশ্রীবাসী 

১৮৪ পঠিত ... ১৭:৩৬, নভেম্বর ০৩, ২০২৫

শাপলা নয়—শেষমেশ শাপলা কলিকে নিজেদের নির্বাচনী প্রতীক হিসেবে পেয়েছে এনসিপি। প্রতীক ঘোষণার সাথে সাথেই বনশ্রীবাসীদের মধ্যে বয়ে যাচ্ছে যেন আনন্দের জোয়ার। এলাকাবাসী জানাচ্ছেন, তাদের প্রিয় এলাকার একটি আইকনিক মোড়ের প্রতিকৃতির মতো প্রতীক পাওয়ায় তাঁরা গর্বিত, খুশি। আর শুধু এনসিপিকেই ভোট দেবেন বলেও ঘোষণা দিয়েছেন বনশ্রীবাসী।  

নিজেদের এলাকার একটি আইকনিক মোড়ের প্রতিকৃতির মতো প্রতীক পাওয়াতেই এনসিপিকে নিজেদের সমর্থন জানাচ্ছেন তারা। বিষয়টির সত্যতা যাচাইয়ে বনশ্রীর স্থানীয় এক বাসিন্দার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এনসিপি একটি বনশ্রীমুখী দল, কখনও ভাবিনি এই জিনিসও নির্বাচনী প্রতীক হতে পারে, তবে হয়েছে যখন আমরা খুশি, ভোট এবার এনসিপিকেই দেব। 

তবে শাপলা কলি নির্বাচনী প্রতীক হওয়ায় উনি এত অবাক হয়েছেন কেন জিজ্ঞেস করার পর ভাইটি আরও অবাক হয়ে যান, কারণ তিনি নাকি ভেবেছিলেন স্থানীয়ভাবে ওনারা ঐ মোড় কে যে নামে চেনেন, সে বস্তুকেই এনসিপির প্রতীক হিসেবে দেওয়া হয়েছে। তবে কী সেই বস্তু সেটি জিজ্ঞেস করা হলে ভাইটি জবাব দিতে রাজি হননি, বরং আমাদের প্রতিবেদককে বলেন যা রেকর্ড করসেন ডিলিট করেন নাহলে সমস্যা হবে।

১৮৪ পঠিত ... ১৭:৩৬, নভেম্বর ০৩, ২০২৫

Top