নিউইয়র্কের মেয়র হয়েই সর্বমিত্র গ্যাংকে হায়ার করলেন মামদানি, করতে হবে ভবঘুরে উচ্ছেদ 

৫০ পঠিত ... ৮ ঘন্টা ২১ মিনিট আগে

নিউইয়র্কের ১১১ তম মেয়র নির্বাচিত হয়েছেন উগান্ডীয়ান এবং ভারতীয় বংশোদ্ভূত আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মুসলিম ও অভিবাসী জোহরান মামদানি। মেয়র নির্বাচিত হয়েই এই তরুণ পরিকল্পনা করে ফেলেছেন কীভাবে কাজ শুরু করবেন। সম্প্রতি হ‌ওয়া ডাকসু নির্বাচন ও তার পরবর্তী কার্যক্রম থেকে ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে নিউইয়র্ক থেকে ভবঘুরে তাড়ানোর মধ্য দিয়ে মাঠে নামতে চান এই তরুণ। আর এজন্য সর্বমিত্র গ্যাংকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন মামদানি এমনকি নিজের পরিকল্পনা বাস্তবায়নে তাদের হায়ারও করতে চান তিনি। 

এক কাল্পনিক সাক্ষাৎকারে মামদানি জানিয়েছেন, আমি একজন সাধারণ অভিবাসী থেকে আজ মেয়র হয়েছি, ব্যাপারটা ভালো লাগছে তবে ভবিষ্যতে যদি কোনো শালার ঘরে শালা ভবঘুরে কিংবা অভিবাসী আমার মতো মেয়র হয়ে আমার সাথে কম্পিটিশন লাগাতে চায় তবে ব্যাপারটা ভালো লাগবে না। তাই আগেভাগেই নিউইয়র্ককে ভবঘুরে মুক্ত করে ফেলব। সর্ব ভাইয়ের ফাটাকেস্ট স্টাইলের উচ্ছেদ মডেল আমার বেশ মনে ধরেছে, ছেলেটা দারুণ প্রতিভাবান। এমনকি ভবঘুরে উচ্ছেদের এই আইডিয়াও সর্বমিত্রের গ্যাং-এর কার্যকলাপ থেকে পেয়েছি। শুধু সর্ব ভাইয়ের সম্মানার্থেই আমি কিছুদিনের মধ্যেই নিউইয়র্ক লাঠিয়াল বাহিনী নামে নতুন একটি বাহিনী গঠন করতে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে চাই সর্বমিত্র গ্যাং এই বাহিনীকে লিড দেবে, তাদের সঠিক দিক-নির্দেশনায় ভবঘুরে-অভিবাসীর শা** মা** ছিড়ে ফেলতে হবে। 

যদি উচ্ছেদ অভিযানে তাদের পারফরম্যান্স ভালো হয় তবে ট্রাম ভাইয়ের সাথে বিশেষ মিটিং করে পুরো গ্যাংকে নাগরিকতা দিয়ে পাকাপাকিভাবে এদেশে রেখে দেব। তবে ওনাদের দেশে-বিদেশে যে চাহিদা তাতে আমি ধরে রাখতে পারব কিনা সন্দেহ আছে বলেই হি হি করে হেসে ফেলেন মামদানি।

৫০ পঠিত ... ৮ ঘন্টা ২১ মিনিট আগে

Top