জোরেসোরে চলছে নিউইয়র্কের মেয়র নির্বাচনী প্রচারণা। বিশেষ করে মামদানির হয়ে বিশেষভাবে প্রচারণা চালাচ্ছেন সেখানকার বাঙালিরা, তবে এসবের মাঝেই জানা গেল ভিন্ন এক কথা। মামদানি নয় বরং নগরড্যাডি হিসেবে ইশরাককে চায় নিউইয়র্কবাসী। নিউইয়র্কের বিভিন্ন সাবওয়ে স্টেশনে ইতিমধ্যে দেখা গেছে পোস্টার, ‘Vote for change? No! Vote for Chill. Vote for Ishraq—the Urban Daddy we deserve.’
বিষয়টা জানার পর থেকেই রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই দলই ইশরাককে নিজেদের পক্ষে টানার জন্য লবিং শুরু করে দিয়েছে। এমনকি নিউইয়র্কবাসীদের কেউ কেউ হুমকিও দিয়ে রেখেছেন ইশরাক নিউইয়র্কের নগরড্যাডি না হলে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও দেওয়া হবে। এমনকি নিউইয়র্ক ইলেকশন কমিশনের সামনে ইতিমধ্যেই কিছু সমর্থকদের জড়ো হতে দেখা গেছে। তাদের ব্যানারে লেখা, “No Daddy, No Democracy.”
শোনা যাচ্ছে, ভোটের দিন ইশরাককে যদি প্রার্থী হিসেবে না দেখা যায়, তাহলে টাইমস স্কয়ারে বসে ২৪ ঘণ্টার লাইভে ‘নগরড্যাডি চায় নিউইয়র্ক’ নামে অনশন করবে তার সমর্থকেরা। তবে ইশরাক নিউইয়র্কের নগরড্যাডি হতে চান কিনা এ ব্যাপারে জানার জন্য চেস্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি। তার সহকারী নিজের ফেক অ্যাকাউন্ট থেকে আমাদের জানান, ড্যাডি এখন ঘেরাও প্র্যাকটিস করছেন পরে ফোন দিয়েন।


