সম্প্রতি মানবতাবিরোধী বিচারের রায় সম্পর্কে I don't care বলেছেন বাংলাদেশের পলাতক সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। তবে সমস্যা এইখানে নয়, সমস্যা হচ্ছে শেখ হাসিনার পর I don't care বলে গ্রেফতার হয়েছেে ঢাবির এক শিক্ষকও। এরপর থেকেই বেশ আতঙ্কে রয়েছেন তাহসান ভক্তরা। কারণ অনেকদিন আগে বেইলি রোডে এক স্ট্রিট শোয়ের সময় I don't care বলেছিলেন গায়ক তাহসানও।
তাহসান ভক্তরা ধারণা করছেন যেহেতু I don't care বলাতে শিক্ষক গ্রেফতার হয়েছেন তাহলে তাহসানেরও গ্রেফতার হওয়ার চান্স রয়েছে। এ খবর চাউর হওয়ার পর তাহসান নামের একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘ডরে আমার শরীর কাঁপতাছে’ মিমটি পোস্ট করা হয়। পরে অবশ্য কোন এক অজানা সমস্যা হওয়ার ভয়ে মিমটি ডিলিটও করে ফেলা হয়। অন্যদিকে শেখ হাসিনার I don't care আর তাহসানের I don't care এক নয় দাবি করে এক তাহসান ভক্ত বলেন, এভাবে আপনারা মানুষের বাকস্বাধীনতার কাউয়া-মাউয়া ছিঁড়ে ফেললে আপনাদের আর হাসিনার মধ্যে পার্থক্য কোথায় থাকল।
অন্যদিকে তাহসান ভক্তদের একটি অংশ আহ্বান জানিয়েছেন যে অতি দ্রুতই তাহসানের উচিত I care লিখে একটি স্ট্যাটাস দেওয়া। এমনকি সম্প্রতি ‘তাহসান ফ্যানবয় ইউনাইটেড’-এর গোপন টেলিগ্রাম চ্যানেলে ‘তাহসানকে বাচাঁও’ নামে জরুরি মিটিংও হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাহসানের তরফ থেকে এখনও কিছু জানা না গেলেও তাহসান ভক্তরা নিয়মিত লাইভে এসে বারবার I care বলে তাহসানকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।


