আজ দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ। সাধারণ মানুষজন আওয়ামী লীগের এই লকডাউনকে পাত্তা না দিলেও, অনেকদিন পর লকডাউনের কথা শুনে ইমোশনাল হয়ে গিয়েছে করোনা ভাইরাস। আওয়ামী লীগকে একটি করোনামুখী দল উল্লেখ করে দলটিতে যোগও দিতে চেয়েছে করোনা, পাশাপাশি আওয়ামী লীগকে তাদের নিজেদের থেকেও বড় ভাইরাস উল্লেখ করে সম্মানও জানিয়েছে করোনা।
এক ভিডিও বার্তায় করোনা জানায়, অনেকদিন পর নিজের প্রিয় শব্দটা শুনে চোখে জল এসে গেছে। আমি ভেবেছিলাম আমাকে সবাই ভুলে গেছে। মানুষ এখন শুধু ডেঙ্গু, চিকুনগুনিয়া নিয়ে ব্যস্ত। থ্যাংকইউ আওয়ামী লীগ, তোমাদের কল্যাণে অনেকদিন পর লকডাউন শব্দটা শুনতে পেলাম, কেউ মানুক বা না মানুক লকডাউন তো দিয়েছ তোমরা।
পাশাপাশি করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট আওয়ামী লীগকে নিজেদের মারতুতো ভাই উল্লেখ করে এক টুইটে লিখেছেন, সাম্প্রতিক সময়ে আমরা বাদে কেবল আওয়ামী লীগই এই অঞ্চলে গণহারে এতো মানুষ মারতে পেরেছে, তারা আমাদের মারতুতো ভাই। পাশাপাশি দলটির কর্মকাণ্ডে আমরা বেশ মুগ্ধ। তাদের প্রোপাগান্ডা ছড়ানোর টেকনিক দেখে মাঝেমধ্যে ইচ্ছা করে একটা ক্র্যাশ কোর্স করে ফেলি, অনেক তো ভাইরাস ছড়ালাম এবার একটু প্রোপাগান্ডাও ছড়ানো যাক।
এদিকে আওয়ামী লীগের পলাতক শাখার দফতর সম্পাদক জানিয়েছেন, করোনার আবেদন তারা ‘সদয় বিবেচনা’ করবে। তবে তিনি শর্ত দিয়েছেন, করোনাকে প্রথমে প্রমাণ করতে হবে সেও নাশকতা এবং মানুষ হত্যায় আওয়ামী লীগের মতোই এক্সপার্ট। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, করোনার আওয়ামী লীগে যোগদানের ফলে দলটি ভাইরাস হিসেবে ভয়ংকর রূপে ফিরে আসলেও আসতে পারে।


