যেসব বিখ্যাত ব্যক্তিদের আসল নাম মুফতি ইব্রাহীমও জানেন না

৫০০৫ পঠিত ... ১৩:৫৬, সেপ্টেম্বর ১৫, ২০২১

Mufti-ibrahim

মুফতি ইব্রাহীম বলেছেন, শেক্সপিয়ারের নাম নাকি 'শেখ জুবায়ের'! তবে ইব্রাহীম হুজুর শেক্সপিয়ারকে ‘শেখ জুবায়ের’ না বলে ‘শেখ পিয়ার’ বললেও পারতেন। বাস্তবসম্মত হতো ব্যাপারটা।

সে যাহোক, শেক্সপিয়ার আসলেই শেখ জুবায়ের কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আপনি একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন। সেগুলো হলো:

১. জনপ্রিয় ফিকশনাল ক্যারেকটার হ্যারি পটারের আসল নাম হরি পোদ্দার (মতান্তরে হরি কুমার)। জে কে রোলিং কলকাতা ভ্রমণের সময় নামটি পেয়েছিলেন।

২. বেকার শব্দটি এসেছে বাংলাদেশের ময়রা জনাব বাকেরের নাম থেকে। বাকের সাহেব পৃথিবীর প্রথম কেক আবিষ্কার করেছিলেন। তার নামের ইংরেজি বানান BAKER-কে পশ্চিমারা ভুল উচ্চারণে ‘বেকার’ বলে থাকে। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আপনারা Mr. Baker নামে কেক শপ দেখতে পাবেন, যার প্রকৃত উচ্চারণ মি. বাকের।

৩. বাংলাদেশের জনৈক বারেক মিয়া আমেরিকা গেলে সেখানকার স্থানীয়রা তাকে বারাক বলে ডাকত। এই বারেক বা বারাকই পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। তাকে সবাই বারাক ওবামা বলে চেনে।

৪. এ দেশেরই ছেলে সোলেমান খান নিজ গ্রামে ভুলবশত একটি ছাগল মেরে ফেললে ছাগলের মালিক মামলা করে। গ্রেফতার এড়াতে সোলেমান খান ভারতে পালিয়ে যান। সেখানে তিনি নিজের নাম বদলে রাখেন সালমান খান। বর্তমানে তিনি বলিউডের জনপ্রিয় নায়ক। ভারতে গিয়েও সোলেমান ওরফে সালমান খান পুরোনো অভ্যাসবশত একটি হরিণ মেরে ফেলেছিলেন। সেই ঘটনায় করা মামলায় বেশ বেগ পোহাতে হয়েছে এই তারকাকে।

৫. ভারতের পশ্চিম বঙ্গের জুতা ব্যবসায়ী শ্রীযুক্ত আদি দাস। দেশে জুতার ব্যবসায় মন্দা দেখে পাড়ি জমান ইউরোপে। সেখানে গিয়েও ছাড়তে পারেননি বাপ-দাদার ব্যবসাটি। তাই জমানো শেষ সম্বলটুকু দিয়ে একটি জুতার দোকান দেন। নিজের নামেই দোকানের নাম দেন Adi Das। এই আদি দাসকেই এখন আপনারা অ্যাডিডাস হিসেবে চেনেন। সেদিনের সেই আদি দাসই যে আজকের জগদ্বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাস, সে কথা কজনই বা জানে!

এ রকম আরও অনেক উদাহরণ আছে। সব একবারে লেখা সম্ভব না। বাকিগুলোর কথা অন্য কোনোদিন বলব।

৫০০৫ পঠিত ... ১৩:৫৬, সেপ্টেম্বর ১৫, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top