যে কারণে মেয়েটি ছেলেটির শুধুই রুমমেট নয়

৬২৩৩ পঠিত ... ২০:০৩, অক্টোবর ২৫, ২০১৮

জন নতুন ফ্লাটে উঠেছে। ওর বাবা-মা আসছে দেখতে কি অবস্থা। এসে দেখে সে একা থাকে না, তার একজন মেয়ে রুমমেট আছে। লিসা নাম তার। মেয়েটি অত্যন্ত সুন্দরী আর রমণীয়। ওর মায়ের সন্দেহ হলো,

-বাবা! তোমরা দুইজন কি লিভ টুগেদার শুরু করছো?
-না মা। সে আমার রুমমেট। এর বেশি কিছু না।
-সে তোমার সাথে রাতে থাকে না?
-না। ফ্ল্যাটে তো দুইটা বেড। এই দেখো, সে এইটাতে থাকে আর আমি থাকি পাশের রূমে।
-হুম! ভালো।

পরের সপ্তাহে লিসা জনকে জানালো, তার খুব দামি ঘড়িটা পাওয়া যাচ্ছে না। যেদিন জনের বাবা-মা এসেছে তার পরদিন থেকেই ঘড়িটা গায়েব। জন ভাবলো, এটা নিয়ে মাকে ফোন করা যায় না। তাই সে একটা চিঠি লিখলো-

মা! তুমি যাওয়ার পরদিন থেকে লিসা তার ঘড়িটা খুজে পাচ্ছে না। আমি বলতে চাই না তুমি ঘড়িটা নিয়েছো, আমি এটাও বলতে চাই না যে ঘড়িটা তুমি নাওনি। কিন্তু কথা হলো, তুমি যাওয়ার পরদিন থেকে ঘড়িটা কিন্তু পাওয়া যাচ্ছে না।

জনের মা উত্তর দিল- বাবা, আমি বলতে চাই না লিসা তোমার সাথে রাতে ঘুমায়। আমি এটাও বলতে চাই না, লিসা তোমার সাথে রাতে ঘুমায় না। কিন্তু কথা হলো, লিসা যদি নিজের খাটে রাতে ঘুমাতো, তবে চাদরের নিচেই ঘড়িটা পেয়ে যেত।

৬২৩৩ পঠিত ... ২০:০৩, অক্টোবর ২৫, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top