বার্সা ডাইভিংসমগ্র: মাঠে বার্সেলোনা খেলোয়াড়দের 'পড়া' নিয়ে রিয়াল সমর্থকদের eআরকি

৪৭৮ পঠিত ... ১৭:৩০, জুন ২৭, ২০১৮

ফুটবলে ডাইভিং অনেকটা ক্রিকেটের বল টেম্পারিং-এর মতো। মাঠে নিয়মিত এটার চর্চা হবে কিন্তু ধরা পড়লেই শুরু হবে হৈচৈ। একবার তো গোপন ক্যামেরায় বার্সার প্রকটিসে ডাইভিং শেখার দৃশ্য ধরা পড়ে, সেটা এখনো ইউটিউবে পাওয়া যায়।  ব্রাজিলের তারকা নেইমার যেহেতু অনেকদিন টানা বার্সানোলায় খেলেছেন কে জানে বার্সার প্রাকটিস সেশনে ডাইভিং প্রাকটিস করতে করতে আরো পরিপক্ক হয়েছেন কিনা? তবে তার যে তিনি ডাইভিং এ যথেষ্ট পরিমাণ উন্নতি করেছেন তা এবারের বিশ্বকাপের দুই ম্যাচ দেখেই টের পাওয়া যাচ্ছে। তিনি যেভাবে মাঠে আলতো টোকা পাওয়ার সাথে সাথে পড়ে যাচ্ছেন, খুব সম্ভাবত কেউ তাকে ভালোবেসে ফুল ছুঁড়ে মারলেও ডাইভিং দিবেন। তবে শুধু বিশ্বকাপেই না, বিশ্ব জুড়ে সারা বছর ধরে লীগ গুলোতে খেলোয়াড়গণ নিয়মিত নিজেদের অভিনয় দক্ষতা দেখিয়ে চলেন। বিশেষত বার্সেলোনা খেলোয়াড়দের ফিচার করে এই বিভিন্ন ধরনের অভিনয়কলার একটি শিক্ষামূলক ভিডিও বানিয়েছেন রিয়াল সমর্থকরা, অভিনয়কলা শিখতে চাইলে ভিডিওটি আপনিও দেখতে পারেন!

 

 

৪৭৮ পঠিত ... ১৭:৩০, জুন ২৭, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top