আজকালকার বাচ্চারা মাঠের খেলার চেয়ে ভার্চুয়াল খেলাতেই বেশি আগ্রহী, সবুজ ঘাসের মাঠের চেয়ে ওই ছোট স্ক্রিনটাই তাদের বেশি টানে, অভিভাবকদের এ রকম অভিযোগ বহুদিন ধরেই। তবে সম্প্রতি এ সমস্যার দারুণ এক সমাধান চলে এসেছে যার জন্য ব্রাজিলীয় তারকা নেইমার আমাদের ধন্যবাদ পেতেই পারেন।
নতুন এক খেলা বেশ জনপ্রিয় হয়েছে এ প্রজন্মের কাছে, যার নাম 'নেইমার নেইমার খেলা'। খেলার নিয়মটা অনেকটা এ রকম- বাচ্চারা মাঠে বল নিয়ে দৌড়াতে থাকবে, হঠাৎ করে রেফারি 'নেইমার' বলে চিৎকার করে উঠবেন এবং সাথে সাথেই সবাইকে মাঠে গড়াগড়ি শুরু করতে হবে। যে যত দ্রুত এবং যত বেশি সময় ধরে গড়াবে সে সবচেয়ে বেশি 'অ্যাটেনশন' পাবে। নির্ধারিত সময়ে সবচেয়ে বেশি অ্যাটেনশন প্রাপ্ত খেলোয়াড়ই হবে বিজয়ী।
তবে শুধু গড়াগড়ি করলেই হবে না, তা বিশ্বাসযোগ্যও হতে হবে। অর্থাৎ বাচ্চারা একই সাথে গড়াগড়ি এবং এবং অভিনয়ে পাকা হয়ে উঠবে। মাঠে অধিক সময় গড়াগড়ি করার ফলে ঘাস ও মাটির সাথে বাচ্চাদের সখ্যতাও গড়ে উঠবে। এভাবে শহরে থেকেও গায়ে মাটির গন্ধ থাকবে বাচ্চাদের। ইট-কাঠের শহরে এ রকম খেলা বাচ্চাদের আবার মাঠমুখী করে তুলবে, এমনটাই আমাদের বিশ্বাস।
ইন্টারনেট থেকে পাওয়া এমনই একটি ভিডিও-
পাঠকের মন্তব্য