বিশ্বকাপে জার্মানির হতাশাজনক পারফরম্যান্স দেখে হিটলার যা বললেন

৪৪৪ পঠিত ... ১৫:৫২, জুলাই ০৯, ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের বাদ পড়াটা এখন সবার গা সওয়া হয়ে গেলেও, জার্মানির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়াটা একটি সুবিশাল দুর্ঘটনা হিসেবেই চিহ্নিত হয়েছে। জার্মানি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ায় পৃথিবীর সকল প্রান্ত থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া পাওয়া গেলেও, সবচাইতে দুর্ধর্ষ প্রতিক্রিয়াটি ছিল হিটলারের।

হিটলার একটি বাঙ্কারে অবস্থিত তার সিচুয়েশন রুমে বসে দক্ষিণ কোরিয়ার সাথে জার্মানির দুই-শূন্য গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় পড়ার খবর পান। এ খবরে রেগে অগ্নিশর্মা হয়ে হিটলার তার মন্ত্রীসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য জোসেফ গোয়েবলসের উপস্থিতিতে জার্মান দলের কয়েকজন ফুটবলারকে (যদিও তাদের সামরিক পোশাকেই দেখা গেছে) রীতিমত বকাঝকা করেন, হুমকি দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া দখলে ভয়াবহ ব্যর্থতার পর এই রাশিয়ায় আয়োজিত ফুটবল বিশ্বকাপেও ভরাডুবি তিনি মেনে নিতে পারেননি একেবারেই। তাও কি না আরেক স্বৈরশাসক কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সাথে… নিশ্চয়ই এই হার স্বৈরাচারী শাসকগোষ্ঠীতে তার সুনাম ক্ষুণ্ণ করবে।

মূল ভিডিওটি ২০০৪ সালে মুক্তি পাওয়া জার্মান সিনেমা ‘ডাউনফল’ থেকে নেয়া। সিনেমার এই অংশটি ‘ফেমাস বাঙ্কার সিন’ হিসেবে বিখ্যাত। সিনেমার দৃশ্যে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষ পর্যায়ে মিত্রবাহিনী জার্মানির অনেক ভিতরে চলে এসেছে এবং বার্লিন শহর পতনের দ্বারপ্রান্তে। তেমন এক সংকটময় মুহূর্তে ১৯৪৫ সালের ২১ এপ্রিল হিটলার তার জেনারেলদের নিয়ে মিটিং-এ বসেছেন।
আর এই সিরিয়াস ভিডিওকে মজার করে বানিয়েছে 'দ্য নাভিদ মাহবুব শো'। 

৪৪৪ পঠিত ... ১৫:৫২, জুলাই ০৯, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top