বিশ্বকাপের ১০টি উদ্ভট গোল মিস

৯২৪ পঠিত ... ১৮:০০, জুলাই ০১, ২০১৮

গোলের খেলা ফুটবল। আর ফুটবলের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, ‘The greatest show on earth’ যাকে আমরা একনামে বিশ্বকাপ হিসেবে চিনি, যুগের পর যুগ তার জৌলুস ধরে রেখেছে একের পর এক বিশ্ব কাঁপানো খেলোয়াড় এবং তাদের খেলার মাঠ কাঁপানো গোল দ্বারা। তবে, বিশ্ব মঞ্চের এই আলোর পেছনে আছে অন্ধকারও। যেমন হয়েছে প্রচুর শৈল্পিক গোল, ঠিক তেমনি সহজ গোল করার সুযোগ নষ্ট করার এক অদ্ভুত প্রতিযোগীতা। আর সংকটময় পরিস্থিতিতে এইসব গোল মিসের মহড়ার খড়গে পরে অনেক ভালো খেলোয়াড়ের ভালো পার্ফরমেন্সও ঢাকা পড়ে যায়। গোল মিসের কারণে দলগুলো অনেক সময় বিশ্বকাপে বাদে পড়াদের খাতায় নাম লিখেয়ে ফেলে। আধুনিক ফুটবলে আমরা সবাই আর্জেন্টিনার জার্সি গায়ে হিগুয়েইনের যেসব গোলমিস দেখে অভ্যস্ত, তার চেয়ে অনেক বাজে বাজে গোল মিসের খাতায় যুগে যুগে নাম লিখিয়েছেন পেলে, ব্যাজ্জিও, ম্যারাডোনার মতন খেলোয়াড়রা। তবে হিগুয়েইনের মত অন্যরা বিশ্বকাপের ফাইনালে হাস্যকর গোল মিস করে পুরো ফুটবল দলকে বিশ্বকাপ জেতা থেকে বঞ্চিত করেছিলেন বলে জানা যায়নি।  চলুন, আজ দেখে নেই বিশ্বকাপের কিছু বিখ্যাত সহজ গোলমিস।

৯২৪ পঠিত ... ১৮:০০, জুলাই ০১, ২০১৮

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top