টেলিভিশন শো-তে শামীম ওসমানের নাচ

১৪১৫ পঠিত ... ২২:২১, নভেম্বর ২২, ২০১৭

শামীম ওসমানকে আমরা 'আলোচিত-সমালোচিত' রাজনীতিবিদ এবং ব্যবসায়ী হিসেবেই চিনি। শীতলক্ষ্যা নদীর নাম শুনলেও মাঝে মাঝে শামীম ওসমানের কথা মনে পড়ে বটে। তবে এটিএন নিউজের 'হিউমার' নামক এক প্রোগ্রামে তিনি জীবনের হালকা বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন। কথাবার্তার পাশাপাশি উপস্থাপক শাহরিয়ার নাজীম জয়ের অনুরোধে নেচেছেনও! শামীম ওসমানও যে নাচতে পারেন, এটি কল্পনা করতে যাদের খুবই কষ্ট হচ্ছে, তারা ভিডিওটি দেখে নিতে পারেন!

১৪১৫ পঠিত ... ২২:২১, নভেম্বর ২২, ২০১৭

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top