বাংলাদেশের 'খেলা হবে' এবার আন্তর্জাতিক রাজনীতির মাঠে

১৭৩৬ পঠিত ... ১৭:৩৭, ফেব্রুয়ারি ১১, ২০২১

ফেরদৌসের পর বাংলাদেশের শামীম ওসমান মাতিয়ে তুলছেন আন্তর্জাতিক রাজনৈতিক মাঠ। শামীম ওসমানের আইকনিক 'খেলা হবে' রাজনৈতিক মোটিভেশনটি এবার পৌঁছে গেছে ভারতের রাজনীতির মাঠে। তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ অনুব্রত মন্ডলের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া এই 'খেলা হবে' মোটিভেশনটি ঘুরছে বিজেপি, কংগ্রেস, সিপিবি থেকে শুরু করে সব নেতাদের মুখেমুখেও। শামীম ওসমানের এই আইকনিক শব্দযুগল ছাড়া ভারতের রাজনৈতিক সমাবেশ যেন পূর্ণতাই পাচ্ছে না। আইটেম সং এর স্বর্গরাজ্য ভারতের বিদে শাদিতেও নাকি বেজে উঠছে এই 'খেলা হবে' শব্দযুগল।

এমন আন্তর্জাতিক সাফল্যে শামীম ওসমানের মতামত জানতে চাইলে তিনি একটি ফেক আইডি থেকে বলেন, 'ভারত আমাদের ভাই, বড় আদরের ছোট ভাই। ওরা খেলুক। খেলা হবে। সারা বিশ্বে খেলা হবে।'

এই আন্তর্জাতিক স্বীকৃতির উপর একবার চোখ বুলিয়ে নিন- 

১৭৩৬ পঠিত ... ১৭:৩৭, ফেব্রুয়ারি ১১, ২০২১

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top