ধর্ম, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের নানান প্রতারকদের নিয়ে বেঙ্গল বয়েজের গান 'ওরে বাটপার'

১৬২৬ পঠিত ... ১৮:১৫, এপ্রিল ০৬, ২০২০

সম্প্রতি এক ধর্মীয় বক্তার একটি ওয়াজে উচ্চারিত 'ওরে বাটপার' কথাটি বেশ জনপ্রিয় হয়ে পড়ে! হবেই না বা কেন, সমাজের আনাচে কানাচে না খুঁজতেই (আপনাকেই খুঁজে নেবে) যা সবচেয়ে বেশি পাবেন, তা হলো বাটপার! কেউ ধর্ম নিয়ে, কেউ সংস্কৃতি-মিডিয়া, কেউ কেনাবেচায় করছে বাটপারি। আর রাজনীতিবিদদের কথা বলতে গেলে তো 'ঠগ বাছতে গাঁ উজাড়' অবস্থা। সেইসব পাঁচমিশালী বাটপারদের নিয়েই নবীনদের ব্যান্ড Bengal Boys এর গান 'ওরে বাটপার'! গানটি মজার হলেও এতে আমাদের সমাজ বাস্তবতা ফুটে উঠেছে দারুণভাবে, শুনতেও বেশ 'ফাইন'! শুনুন এবং আমাদের আশেপাশের বাটপারদের উদ্দেশে হাক ছাড়ুন 'ওরে বাটপার ওরে বাটপার'!

১৬২৬ পঠিত ... ১৮:১৫, এপ্রিল ০৬, ২০২০

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top