রেস্তোরাঁয় অপমানিত হলে যেভাবে প্রতিশোধ নিতে যাবেন না

৩০৩৯ পঠিত ... ১৮:০৪, মে ২৩, ২০১৮

এক বেসামাল ব্যক্তি একটা রেস্তোরাঁয় গোলমাল করায় চারজন বেয়ারা তাকে ঘাড় ধরে ফুটপাতে ছুড়ে ফেলে দিল।

অলংকরণ: সামির

লোকটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমাকে এভাবে হেনস্তা করা! আমি দেখিয়ে দিচ্ছি!

বাইরে লোকজন জমে গেছে ততক্ষণে। লোকটি বলল, আমি ভেতরে গিয়ে ওই চার বেয়ারাকে এক এক করে রাস্তায় ছুড়ে ফেরে দেব। আপনারা গুনুন।

লোকটি হুড়মুড় করে রেস্তোরাঁয় ঢুকে পড়ল। একটু পরেই একজন ফুটপাতে এসে মুখ থুবড়ে পড়ল। সমবেত লোকজন বলল, এই হলো এক!

পড়ে থাকা লোকটির ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল, 'এক নয়, ওরা আমাকেই আবার ছুঁড়ে ফেলেছে!'

৩০৩৯ পঠিত ... ১৮:০৪, মে ২৩, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top