ঘুমের ওষুধও যে ক্ষেত্রে কাজ না করতে পারে

১৭৯৬ পঠিত ... ২২:৪৪, মার্চ ১৪, ২০১৮

এক ভদ্রমহিলা গেলেন ডাক্তারের কাছে।

'ডাক্তার সাহেব, সারা রাত আমার বাসার আশপাশের কুকুরগুলো এমন ঘেউ ঘেউ করে না, যে আমি ঘুমাতেই পারিনা। কী করি বলেন তো?'

'ঠিক আছে', বললেন ডাক্তার। 'এসব শব্দ-টব্দ কোনো ব্যাপার না। আমি আপনাকে কিছু ঘুমের বড়ি লিখে দিচ্ছি।' ডাক্তার সাহেব প্যাডে আঁচড় দিয়ে ওষুধপত্র লিখে ভদ্রমহিলার হাতে কাগজটা ধরিয়ে দিলেন।

কিছুদিন পর ভদ্রমহিলা আবার ফেরত এলেন। এবার তার শরীরটা আরও ভেঙে গেছে।

'ডাক্তার সাহেব, কোন কাজই তো হচ্ছে না। আমাকে তো এখনও নির্ঘুম রাতই কাটাতে হচ্ছে।'

'কি বলেন! আপনাকে যে ওষুধ দিলাম, সেগুলোর চেয়ে ভালো তো বাজারে আর কিছুই নেই।'

'হুম হতে পারে।' গম্ভীর মুখে বললেন ভদ্রমহিলা 'কিন্তু ওই হতচ্ছাড়া কুকুরগুলোকে কোনোমতে ধরা গেলেও সেগুলোর মুখ খুলে ঘুমের বড়িগুলো ঢুকিয়ে দেওয়াটা কিছুতেই সম্ভব হচ্ছে না।'

১৭৯৬ পঠিত ... ২২:৪৪, মার্চ ১৪, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top