eআরকি প্রতিদিন সকালে আর রাতে জোক শেয়ার করে। সেই জোকের কোথায় হাসতে হবে, কেন হাসতে হবে তার কোনো কিছুই আপনাদের বলে দিতে হয় না। কিন্তু, আমাদের আশেপাশের অনেকে এখন স্ট্যান্ড আপ কমেডি করছেন, আমরা অনেক ভেবেও বুঝতে পারিনি কোথায় হাসতে হবে।
১#
আমি যখন বড় হই আমার ফ্রেন্ডরা আমাকে ফেসবুকে নক করে বলে, ‘তুই এখন CNG হয়ে গেছিস!’
রাফসান শাবাব
২#
সিডনি এয়ারপোর্টে ঢুকতে গেলে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে, ‘আপনার কি ক্রিমিনাল রেকর্ড আছে?’
আমি: এটা কি এখনও রিকুয়ারমেন্ট?
নাভিদ মাহবুব
৩#
আমার এক্সের ফ্রেন্ডের নাম ‘কথা।’ যে কারণে কেউ কথার মধ্যে হাত ঢুকাইলে, আমার মেজাজ খারাপ হয়ে যায়!
আশির ইশমুম
৪#
আমার নাম সামি দোহা। আমাকে ফেসবুকে সার্চ করলে আপনারা পাবেন, স্বামীর সাথে সহবাসের দোয়া।
সামি দোহা
৫#
আর্টসেলের লিংকনকে তার বাবা জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি বড় হয়ে কী হতে চাও?’
লিংকন বলেছিলেন, ‘আমি আর্ট সেল করতে চাই।’
সৈয়দ রেদোয়ান হোসাইন বিপ্র
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন