এই জোকগুলো বুঝতে পারলে আপনি পুলিশকে ভয় পান না

৮০৫০ পঠিত ... ১৭:২৫, জুন ২০, ২০২৩

এই-জোকগুলো-বুঝতে-পারলে-আপনি-পুলিশকে-ভয়-পান-না

১#
দারোগা: বেটার সাহস কত! আমি রয়েছি এই থানায় আর আর হারামজাদা কিনা থানার সামনের বাড়িতেই সিঁধ কেটেছে! কেনরে হতভাগা?

চোর: হুজুর, আমি নতুন চোর। এখনও পিঠের অভ্যাসটা হয়নি। যদি ধরা পড়ি তাহলে আপনি এসে উদ্ধার করবেন, এই ভরসায়ই তো…

২#
স্পিড লিমিট না মানায় এক ব্যক্তিকে থামালো ট্রাফিক পুলিশ। এরপর নোটবুক এবং কলম বের করলো…

পুলিশ: আপনার নাম কী?

চালক: আবুল কাশেম ইবনে মজিদ আল ফারিব মোহাম্মদ ইবনে জাবির আল ফোরকানি ইবনে মাসরুর।

পুলিশ: এবারের মতো আপনার নামে আর মামলা করছি না। এখন থেকে স্পিড লিমিট মেনে চলবেন।

৩#
পুলিশ: লজ্জা করে না তোমার? এই নিয়ে তৃতীয়বার তুমি থানায় এলে!

চোর: স্যার, আমি তো মাত্র তৃতীয়বার, আপনি যে প্রতিদিনই আসেন!

৪#

চোর ধরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে পুলিশের টুপি উড়ে গেল।

চোর: স্যার, আপনি অনুমতি দিলে আমি এক দৌড়ে আপনার টুপিটা এনে দিতে পারি।

পুলিশ: আমাকে বোকা পেয়েছো? তুমি টুপি আনার নাম করে দৌড়ে পালাতে চাও, তা কি আমি বুঝি না ভেবেছো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি টুপিটা নিয়ে আসছি!  

৫#
অফিসার: তুমি কি চোরটাকে ধরতে পেরেছো?

হাবিলদার: না, স্যার। তবে চোরের ফিংগার প্রিন্ট সঙ্গে করে এনেছি।

পুলিশ: কোথায়, দেখি?

হাবিলদার: স্যার, আমার গালে!

৮০৫০ পঠিত ... ১৭:২৫, জুন ২০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top