এই জোকগুলো বুঝতে হলে আপনাকে ট্রেনে চড়তেই হবে

৬০০৬ পঠিত ... ১৫:৩৯, জুন ১০, ২০২৩

Train-joke

১#

স্ত্রী: তোমার মনে আছে, বিয়ের দিন আর বৌভাতের দিন আমি কী কী রঙের শাড়ি পরেছিলাম?

স্বামী: রেললাইনে মাথা পাততে গেলে সে কি দেখে যে পারাবত আসছে নাকি এগারো সিন্দুর?

২#

রেলওয়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবার পছন্দ হলো। চেয়ারম্যান একটু বাজিয়ে নিতে চাইলেন…

চেয়ারম্যান: ধরো, একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। কী করবে তুমি?

ছেলে: লাল নিশান ওড়াবো।

চেয়ারম্যান: যদি রাত হয়?

ছেলে: লাল আলো দেখাব।

চেয়ারম্যান: লাল আলো যদি না থাকে?

ছেলে: তাহলে আমার বোনকে ডাকবো।

চেয়ারম্যান: কেন? সে কী করবে?

ছেলে: কিছুই করবে না। ওর ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার শখ অনেকদিনের।

৩#

মা: ট্রেনের মধ্যে দুষ্টুমি করলে মারবো। একদম চুপ করে বসে থাকবি।

ছেলে: আমাকে মারলে টিকিট চেকারকে বলে দেবো আমার আসল বয়স কত।

৪#

স্টেশনমাস্টার তার উর্ধ্বতন অফিসারের কাছে গেলেন।

: স্যার, আবার এক কৃষক তার গরুর জন্য আমাদের বিরুদ্ধে মামলা করেছে।

: আমাদের কোনো ট্রেনের নিচে কাটা পড়ে নিশ্চয়ই তার গরু মারা গেছে?

: না, স্যার। আমাদের ট্রেনগুলো এতো আস্তে যায় যে, যাত্রীরা মাঠে চড়তে থাকা তার গরুগুলোর দুধ দুইয়ে নিচ্ছে।

৫#

চেকার টিকিট চাইলেন যাত্রীর কাছে।

যাত্রী: টিকিট ছিল, কিন্তু আমার খোকা পথে সেটাকে চিবিয়ে খেয়ে ফেলেছে।

চেকার: এখনও অনেক পথ বাকি। আবার খিদে পাবে। আরেকটা টিকিট কাটুন।

 

৬০০৬ পঠিত ... ১৫:৩৯, জুন ১০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top