যে জোকগুলো বোঝার জন্য আপনার জীবনে একদিন হলেও শিক্ষকতা করা লাগবে

৩৩২১ পঠিত ... ১৬:৫৪, জুন ১৯, ২০২৩

এই-জোকগুলো

১#

শিক্ষক: এই আরিফ, তুমি আমার ক্লাসে কিছুতেই ঘুমাতে পারো না!

আরিফ: পারি স্যার, আপনি একটু আস্তে লেকচার দিলেই পারি।

২#
সুমন: স্যার, আমি রকেটে করে সূর্যে যেতে পারব?

শিক্ষক: বোকার মতো কথা বলো না। মুহূর্তে ছাই হয়ে যাবে।

সুমন: যদি রাতে যাই, স্যার?

৩#
শিক্ষক: বলো তো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন?

ইমন: কারণ, ঘুম পেলেও বিছানা আমাদের কাছে আসে না স্যার।

৪#
অভিভাবক: স্যার আপনার কী মনে হয়? আমার ছেলে বড় হয়ে কী হবে?

শিক্ষক: মনে হয়, মহাকাশচারী হবে।

অভিভাবক: এতো কিছু রেখে ও মহাকাশচারী হবে, এটা কেনো মনে হলো স্যার?

শিক্ষক: ওকে যখন ক্লাসে কোনো পড়া জিজ্ঞেস করি, মনে হয় এইমাত্র আকাশ থেকে পড়লো।

৫#
শিক্ষক: আমি যদি তোমাকে দু’টো বিড়াল আর চারটে কুকুর দিই তাহলে সবগুলো মিলিয়ে তোমার ক’টা প্রাণী হবে?

আনিকা: নয়টা স্যার।

শিক্ষক: কীভাবে?

আনিকা: আমার কাছে আগে থেকেই একটা খরগোশ, একটা টিয়া আর একটা গিনিপিগ আছে।

৩৩২১ পঠিত ... ১৬:৫৪, জুন ১৯, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top