ভেজিটেরিয়ানদের নিয়ে ১০টি দুই লাইনের নন-ভেজ কৌতুক

৫৫৯০ পঠিত ... ০৫:২৭, নভেম্বর ০১, ২০১৯

 

১#
যুক্তিবিদ্যায় আমরা সবাই ভেজিটেরিয়ান।
গরু ঘাস খায়। আমরা গরুকে খাই!

২#
আপনি কীভাবে বুঝবেন যে একজন ভেজিটেরিয়ান?

আপনাকে কিছুই করতে হবে না, সে নিজেই আপনাকে বলবে!

৩#
আমি এজন্য ভেজিটেরিয়ান না যে আমি প্রাণীদের ভালোবাসি। এজন্য যে আমি উদ্ভিদদের ঘৃণা করি, তাই তাদের হত্যা করে খেয়ে ফেলতে চাই...

 

৪#
আমিও একজন ভেজিটেরিয়ান হতাম, যদি মাছ-গরু-ছাগল-মুরগি গাছে ধরতো!

৫#
ভেজিটেরিয়ান শব্দের আসল অর্থ হলো, 'যে শিকার করা এবং মাছ ধরা, দুটার কোনোটাই পারে না'।

৬#
যে ভেজিটেরিয়ান মাছ খায় তাকে আপনি কী বলবেন?

মিথ্যাবাদী।

৭#
আপনি জানেন কি?
প্রতিদিন হাজারো নিষ্পাপ ফল ও শাকসবজি ভেজিটেরিয়ানদের হাতে মৃত্যুবরণ করে।

৮#
ভেজিটেরিয়ান হওয়ার পর একজন উপলব্ধি করলো, ভেজিটেরিয়ান হওয়াটা ছিল তার জীবনের একটা বিশাল 'মিসড-স্টেক'!

৯#
আমার স্ত্রী মাংস খায় না, কারণ তার মতে প্রাণীদের হত্যা করা একটা বিশাল অন্যায়।

কী অদ্ভূত ব্যাপার, আমিও ঠিক একই কারণে সবজি খাই না!

১০#
প্রিয় ভেজিটেরিয়ানরা,
আপনারা যদি প্রাণীদের রক্ষাই করতে চান, তাহলে তাদের খাবারগুলো খেয়ে ফেলছেন কেন?

৫৫৯০ পঠিত ... ০৫:২৭, নভেম্বর ০১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top