বাংলাদেশের বিড়াল যেভাবে পৃথিবীর অন্য সব বিড়ালকে হারিয়ে দিলো

২৮৬৩ পঠিত ... ০৩:৫১, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

পৃথিবীর বিভিন্ন দেশের বিড়ালদের মধ্যে লড়াই প্রতিযোগিতা হচ্ছে। দেখা গেল, বাংলাদেশের বিড়াল লড়াই করে একে একে সবাইকে হারিয়ে দিল। সবাই অবাক, এটা কী করে সম্ভব হলো? বাংলাদেশের বিড়াল যখন ড্রেসিং রুমে বিশ্রাম নিচ্ছে তখন বাংলাদেশের এক সাংবাদিক এগিয়ে গেল...

—এটা কী করে সম্ভব?

—কোনটা?

—এই যে, বাংলাদেশের বিড়াল হয়ে আপনি বাঘের মতো লড়াই করে সবাইকে হারিয়ে দিলেন?

—মতো মানে? আমি তো বাঘই।

—মানে?

—মানে, আর কী বলব রে ভাই... আমি আসলে বাঘ, সুন্দরবনের যে অবস্থা... না খেয়ে খেয়ে ছোট হয়ে গেছি।

২৮৬৩ পঠিত ... ০৩:৫১, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top