মরা গাধা বিক্রি করেও যেভাবে আয় করা সম্ভব

৩৪০১ পঠিত ... ০২:৩৪, অক্টোবর ১৪, ২০১৮

এক লোক এক মহিলার কাছ থেকে হাজার দশেক টাকা দিয়ে একটা গাধা কেনে। কিনে নিয়ে যাবার একদিন পরেই গাধাটা মারা যায়। লোকটা গাধা বিক্রেতা মহিলাকে গিয়ে তার এ ক্ষতির কথা জানায়।

মহিলা বলে, গাধার বাঁচা-মরার গ্যারান্টি তো আমি দিতে পারিনা। তবু মরা গাধাটা দিয়ে যান, দেখি কী করতে পারি।

দুদিন পরেই মহিলা এসে লোকটাকে পাঁচ হাজার টাকা দেয়। লোকটা অবাক হয়। জিজ্ঞেস করে, মরা গাধাও বিক্রি হলো!

মহিলা বলে, গাধাটাকে সুন্দর করে সাজিয়ে মেলায় নিয়ে গিয়ে লটারির আয়োজন করলাম। টিকেটের মূল্য ছিলো একশো টাকা। দশহাজার টাকার টিকেট বিক্রি হবার পর; লটারি করে বিজয়ীর নাম ঘোষণা করলাম। পরে বিজয়ী ব্যক্তি মরা গাধা বলে পুরস্কার প্রত্যাখ্যান করলে, তার টিকেটের একশো টাকা ফেরত দিয়ে দিলাম।

মহিলার ব্যবসায়িক মেধার সুনাম ছড়িয়ে পড়লে; রাজ্যের রাজা তাকে ডেকে বানিজ্য উপদেষ্টা পদে নিয়োগ দেয়।

৩৪০১ পঠিত ... ০২:৩৪, অক্টোবর ১৪, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top