কুকুরটি যে কারণে মালিকের সামনে কথা বলতে চায় না

১৮৫৮ পঠিত ... ১৬:৫৩, সেপ্টেম্বর ২৪, ২০১৮

এক লোক পার্কের বেঞ্চে বসে আছে। এ সময় আরেকটা লোক এল তার সাথে একটা কুকুর। লোকটা তার পাশে বসে ব্যাগ থেকে ল্যাপটপ বের করল। তারপর কুকুরটার উদ্দেশে বলল, ‘এই ল্যাপটপটা ওপেন করো তো আমি এক কাপ কফি নিয়ে আসি।’ বলে লোকটা চলে গেল। আর প্রথম লোকটা অবাক হয়ে দেখল কুকুরটা ঠিকই ল্যাপটপটা বেশ দক্ষতার সঙ্গে ওপেন করল। লোকটা স্বগতোক্তি করল, ‘বাহ দারুণ কুকুর তো ল্যাপটপ ওপেন করতে পারে!’ কুকুরটা তখন কথা বলে উঠলো,
—এটা কোনো ব্যাপার নাকি?

—কী আশ্চর্য তুমি কথাও বলতে পার??
—তা পারি।
—সত্যি তোমার মালিক দারুণ ভাগ্যবান। তোমার মতো একজন কথা বলা কুকুর পেয়েছেন।
—শশশ...
—কী হল? লোকটা জানতে চায়।
—আমি যে কথা বলতে পারি এটা কিন্তু মালিক জানে না।
—কেন? জানে না কেন? জানলে তো খুশি হবে অনেক...
—আরে না তা হলে ওর ফোন এলে সব আমাকে দিয়ে রিসিভ করাবে!

১৮৫৮ পঠিত ... ১৬:৫৩, সেপ্টেম্বর ২৪, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top