মনোরোগ বিশেষজ্ঞের কাছে না গিয়ে যেভাবে সস্তায় সমাধান করবেন

২৫৯৬ পঠিত ... ২১:৩৫, জুলাই ২৭, ২০১৮

এক রোগী হন্তদন্ত হয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেল—

: ডাক্তার সাহেব আমি আজ ছয় মাস যাবৎ বিছানায় ঘুমাতে পারি না। খাটের ওপর শোবার পর মনে হয় খাটের নিচে কেউ লুকিয়ে আছে। নিচে গিয়ে শুলে মনে হয় সে খাটের ওপরে! এবারেই সারা রাত কাটিয়ে দেই... উপরে... নিচে... উপরে... নিচে... আমাকে আপনি বাঁচান।

সব শুনে ডাক্তার জানাল যে তার সমস্যাটা আসলেই ভয়াবহ, তবে চিকিৎসাযোগ্য। তাকে প্রতি মাসে চারবার করে টানা ছয় বছর ডাক্তারের কাছে এসে চিকিৎসা নিতে হবে। প্রতি সিটিংয়ের জন্য দেড় শ’ ডলার।

এক বছর পর আবারো ডাক্তার-রোগীর দেখা।

: আরে! আপনি! ব্যাপার কী? আপনি সেই যে গেলেন আর আসলেন না কেন? —ডাক্তার জানতে চায়।

: প্রতি সিটিং দেশ শ’ ডলার দেবার জন্য? হাহ! মাত্র দশ ডলার খরচ করেই আমার সেই সমস্যার সমাধান হয়ে গেছে! —রোগী জানাল।

: কীভাবে?

: একটা করাত কিনে খাটের পাগুলো কেটে ফেলে দিয়েছি!

২৫৯৬ পঠিত ... ২১:৩৫, জুলাই ২৭, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top