নিজেকে আত্মবিশ্বাসী রাখতে যে কৌশল প্রয়োগ করবেন

২১৮২ পঠিত ... ০২:২৫, জানুয়ারি ০৩, ২০১৯

এক লোকের আত্মবিশ্বাসের অভাব। হীনমন্যতায় ভোগে... শেষমেশ গেল এক মনোচিকিৎসকের কাছে। চিকিৎসক সব শুনে বললেন, আপনি একটা বড় আয়না কিনবেন।তারপর আয়নার দিকে তাকিয়ে বলবেন-

—তুমি সুন্দর... তুমি জ্ঞানী... তুমি বুদ্ধিমান...
—তারপর?
—প্রতিদিন এভাবে সকালে সাতবার বলবেন... রাতেও সাতবার বলবেন। সাতবারের বেশি না।
—সাতবারের বেশি বললে কী হবে?
—দেখুন, মিথ্যা কথা এত বেশি বলার দরকার কিরে ভাই...

২১৮২ পঠিত ... ০২:২৫, জানুয়ারি ০৩, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top