দুই বন্ধু শিকার করতে যাওয়ার পর যে কারণে এক বন্ধু চিৎকার করে উঠলো

১৬৫০ পঠিত ... ২০:৪২, জুলাই ২৭, ২০১৮

দুই বন্ধু শিকার করতে গেছে। একজন খুবই পটু, আরেকজন জীবনে প্রথমবার অঙ্গুলে পা ফেলেছে। গভীর জঙ্গলে ঢোকার পর হঠাৎ শিকারি বন্ধু অপর জনকে জানাল যে সে কিছু হরিণের উপস্থিতি টের পাচ্ছে। সেগুলোকে সুবিধাজনক অবস্থায় গুলি করার জন্য তাকে চুপি চুপি ওদের পেছন পেছন যেতে হবে, কিন্তু সে যেন যেখানে আছে সেখানেই কোনো গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে।

‘আর ভুলে টু শব্দটিও করবে না, ঠিক আছে?’— যাবার আগে বন্ধুটি বলল। ঘণ্টখানেক ভালোই কাটল কিন্তু তারপরেই হঠাৎ দেখতে পেল তার পেছনে সেই বন্ধু বিকট চিৎকার করে দৌড়ে আসছে!

: কী হল? আমি না তোমাকে টু শব্দটিও করতে বারণকরেছিলাম?—মেজাজ খিঁচড়ে বন্ধু জানতে চায়।

: যখন একটা ভাল্লুক এসে আমার ঘাড়ে বিশ্বাস ফেলছিল তখন কোনো আওয়াজ করিনি, যখন প্রায় দুই জোড়া সাপ আমার ওপর দিয়ে গেল তখনো একটু টু শব্দ করিনি। কিন্তু যখন পাতার আর হাড়ের পোশাকে দুটো মিশমিশে কালো বেনুন এসে আমার ঘাড়ে চেপে একজন আরেকজনকে জিজ্ঞেস করল ‘এখানে খাবে না বাসায় নিয়ে খাবে?’ তখন আর সহ্য করতে পারলাম না!

১৬৫০ পঠিত ... ২০:৪২, জুলাই ২৭, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top