প্রাক্তন প্রেমিকাকে নিজের রেস্টুরেন্টে পেয়ে প্রেমিক যে কথাটা না বলে পারলো না

৯২১২ পঠিত ... ২১:৪৫, মে ২৫, ২০১৮
এক দম্পতি রেস্টুরেন্টে খেতে গেলো। সেই রেস্টুরেন্টেই ওয়েটারের কাজ করে মেয়েটির প্রাক্তন প্রেমিক।
 
অলংকরণ: সামির
 
কাকতালীয়ভাবে প্রাক্তন প্রেমিক যে টেবিল সার্ভ করে, তারা সেই টেবিলেই বসলো। ছেলেটিও অর্ডার নিতে এসে চমকালো, সামলেও নিলো দ্রুত। মেয়েটির চোখে দুয়েকবার উঁকি দিয়ে গেলো প্রায় আবছা হয়ে যাওয়া স্মৃতি, সমবেদনাও জাগলো একটু আধটু।
 
দম্পতি অর্ডার দিলো। প্রাক্তন প্রেমিক সার্ভও করলো। ঘটনা হতে পারতো এতটুকুই।
 
ঝামেলা বাধলো বিল নিতে আসার সময়। প্রাক্তন প্রেমিক 'খাওয়া কি শেষ, বিল দেবো?' জিজ্ঞেস করতে গিয়ে অভ্যাসবশত প্রশ্ন করে বসলো, 'বাবু খাইছো?'
৯২১২ পঠিত ... ২১:৪৫, মে ২৫, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top