মগজ ছাড়া বাঁচতে পারতো!

৫৪৩ পঠিত ... ১৩:৪০, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

উকিলঃ আচ্ছা ডাক্তার সাহেব, ময়নাতদন্তের আগে আপনি কি তার পালস পরীক্ষা করেছিলেন?
সাক্ষীঃ না। উকিলঃ আপনি কি তার রক্তচাপ পরীক্ষা করেছিলেন?
সাক্ষীঃ না। উকিলঃ তার শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করেছিলেন?
সাক্ষীঃ না। উকিলঃ তাহলে তো ময়নাতদন্তের সময় রোগী বেঁচেও থাকতে পারত, তাই না?
সাক্ষীঃ না। উকিলঃ আপনি কীভাবে এত নিশ্চিত হলেন?
সাক্ষীঃ কারণ তার মগজ আমার টেবিলে একটা জারের ভেতর ডোবানো ছিল।
উকিলঃ ও আচ্ছা, কিন্তু তার পরও তো কোনো রোগী বেঁচে থাকতেই পারে, ঠিক কি না?
সাক্ষীঃ হ্যাঁ, সেটাও সম্ভব। আপনি যখন দিব্যি আছেন, সেও থাকতেই পারতো!

৫৪৩ পঠিত ... ১৩:৪০, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top