সমাজসেবা করতে গিয়ে এক নাপিত যেমন শিক্ষা পেলেন

৪০৭৩ পঠিত ... ১৯:০৯, ডিসেম্বর ১০, ২০১৯

 

একদিন এক সবজি বিক্রেতা সেলুনে গিয়ে চুল কাটালেন। বিল পরিশোধের সময় নাপিত বললেন, 'এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।'

সবজি বিক্রেতা খুশি হয়ে চলে গেলেন। পরের দিন সেলুন খুলতে গিয়ে নাপিত দেখলেন, দরজার সামনে একটি ‘ধন্যবাদপত্র’ ও সঙ্গে এক ব্যাগ তাজা সবজি।

পরদিন এক মুদি দোকানদার আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় নাপিত বললেন, 'এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।'

মুদি দোকানদার খুশি হয়ে চলে গেলেন। পরের দিন সেলুন খুলতে গিয়ে নাপিত দেখলেন, দরজার সামনে একটি ‘ধন্যবাদপত্র’ ও সঙ্গে এক ব্যাগ মুদি সামগ্রী।

সেই দিন এক রাজনীতিবিদ আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় নাপিত বললেন-, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, আপনার কাছ থেকে বিল নিতে পারব না।

নেতা খুশি হয়ে চলে গেলেন। পরের দিন সেলুন খুলতে গিয়ে নাপিত দেখলেন, দরজার সামনে এক ডজন নেতার লাইন। সবাই চুল কাটাতে এসেছে!

৪০৭৩ পঠিত ... ১৯:০৯, ডিসেম্বর ১০, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top