ডেট করতে গিয়ে কথা খুঁজে না পেলেও এমন কিছু বলবেন না যেন!

৩৬০৬ পঠিত ... ১৯:৫১, মে ১৮, ২০১৮

ডেট করতে যাবে এক ছেলে। জীবনের প্রথম ডেট। সে বন্ধুর কাছে পরামর্শ চাইল। তার নার্ভাস লাগছে যদি কথা খুঁজে না পায় তা হলে কী করবে?

—কথা খুঁজে না পেলে ফুড, ফ্যামিলি আর ফিলোসফি নিয়ে কথা বলবি। এটা একটা থিওরি!
—বেশ।

অলংকরণ: সামির

পরদিন বন্ধু গেল ডেট করতে। একটা রেস্টুরেন্টে বসল তারা। একপর্যায়ে ছেলেটি আর কথা খুঁজে পায় না, তখন ভাবল ফুড নিয়ে কথা বলা যাক। বললো,

—তুমি শাকসবজি খেতে পছন্দ কর তো?
—না।

ছেলে আর কথা খুঁজে পায় না। তখন সে ভাবল তা হলে ফ্যামিলি নিয়ে কথা বলা যাক। বলল
—তোমার ভাই আছে?
—না।

এবারো আর ছেলে কথা খুঁজে পায় না। তখন সে ভাবল তা হলে ফিলোসফি নিয়ে কথা বলা যাক। অনেক ভেবে বললো,
—আচ্ছা তোমার ভাই কি শাকসবজি খায়?

৩৬০৬ পঠিত ... ১৯:৫১, মে ১৮, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top