অনিদ্রা রোগীরা ভেড়া গুনতে গুনতে যা ভাবেন

১৩৯৮ পঠিত ... ১৯:০২, মে ১০, ২০১৮

অনিদ্রায় ভুগে ভুগে প্রায় উন্মাদ বন্ধুকে দেখে অন্য বন্ধু বলল, এ কী হাল হয়েছে তোমার!

: কী করব, কিছুতেই যে ঘুম আসে না ।

: ডাক্তার কী বলেন?

: আর ডাক্তার— তাদের কথায় কী না করেছি! গাদা গাদা বড়ি গিলেছি, গরম দুধ খেয়েছি, হটবাথ নিয়েছি, কিছুই হয়নি।

: আচ্ছা, সেই পুরনো ওষুধ, ভেড়া গোনা, ওটা করে দেখেছ।

: ভালো কথা মনে করিয়েছ। আজই আমি শুয়ে শুয়ে ভেড়া গুনব।

পরদিন দেখা হতেই বন্ধুকে জিজ্ঞেস করল, কি, ফল পেয়েছ?

: নারে ভাই! দু’হাজার ভেড়া গুনেও যখন ক্লান্ত হলাম না তখন ভেড়া জবাই করে চামড়া ছাড়াতে লাগলাম। সেই চামড়া দিয়ে দু’হাজার ওভার কোট বানালাম। কিন্তু তারপরই মাথাটা গরম হয়ে গেল— এই দু’হাজার ওভার কোটের লাইনিঙের কাপড় পাব কোথায়? আর তা ভাবতে ভাততেই ভোর হয়ে গেল। ঘুমাতে পারলাম না।

১৩৯৮ পঠিত ... ১৯:০২, মে ১০, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top