পুরাতন রাশিয়ান দিনের কথা।
তিন বন্ধু একসাথে উঠেছে এক হোটেলের রুমে। ঢুকেই সাথে সাথে দুই বন্ধু খুলে বসল ভদকার বোতল। কিছুক্ষণ পর শুরু হলো তাদের চিৎকার করে নানান রাজনৈতিক কৌতুক। হাহাহিহি।
এত চিৎকার, চেঁচামেচি আর কতক্ষণ ভালো লাগে! ভদকা না খাওয়া বন্ধুটি চুপিচুপি ফোনের কাছে গেল। এরপর লুকিয়ে রুম সার্ভিসে ফোন করে এক কাপ চা দিতে বলল।
তারপর ভদকা খাওয়া দুই বন্ধুর সামনে গিয়ে দাঁড়াল। টিভির প্লাগটা সকেট থেকে খুলে কানে দিয়ে বলল, রুম সার্ভিস? এক্ষন আমাকে এক কাপ চা দিয়ে যাও।
মাতাল দুই বন্ধু হাহা করে হেসে বলল, ভদকা আমরা খেয়েছি নাকি তুমি? এইভাবে বললে কোন রুম সার্ভিস তোমার জন্য চা নিয়ে আসবে?
ভদকা না খাওয়া বন্ধু বলল, জানোই তো, কেজিবি সব শুনতে পায়। ওরাই আমার চায়ের কথা রুম সার্ভিসকে জানিয়ে দেবে।
সেই সময়ে রুম সার্ভিস চা নিয়ে এল। ভদকা খাওয়া দুই বন্ধু বেশ ভয় পেল। তাড়াতাড়ি তারা শুতে চলে গেল। বুদ্ধিমান বন্ধুটি স্বস্তির নিশ্বাস ফেলল। আস্তে ধীরে সেও শুয়ে পড়ল শান্তির ঘুমে।
সকালবেলা উঠে দেখল তার ভদকা খাওয়া দুই বন্ধু নেই। কী ব্যাপার? তারা কোথায় গেল? রুম সার্ভিস জানাল, রাতে পলিটিক্যাল জোক করায় তাদের কেজিবি ধরে নিয়ে গিয়েছে।
ভয়ে ভয়ে ভদকা না খাওয়া বন্ধুটি জিজ্ঞেস করল, আর আমাকে কেন নিয়ে গেল না?
রুম সার্ভিস বলল, কারণ কমরেড লেফটেন্যান্ট আপনার চা খাওয়ার কৌতুকটা বেশ পছন্দ করেছেন।



পাঠকের মন্তব্য