দুই বন্ধু যে কারণে প্রতিবার অ্যান্ডারসন কফিশপে দেখা করত

৯৫৮ পঠিত ... ১৮:১১, নভেম্বর ১৯, ২০২৫

22 (19)

দুই বন্ধু ছোটো থেকে একসাথে বড় হয়েছে। বড় হওয়ার পর দুইজনকে যখন কাজের জন্য দুই শহরে চলে যেতে হবে, ওরা ঠিক করল প্রতি ১০ বছর পরপর হলেও ওরা ঢাকা শহরে এসে দেখা করবে, একসাথে লাঞ্চ করবে।

৩২ বছর বয়সে তারা দেখা করল অ্যান্ডারসন কফিশপে। কারণ সেখানে আসা মেয়েরা অনেক সুন্দর।

৪২ বছর বয়সে তারা দেখা করল অ্যান্ডারসন কফিশপে। কারণ সেখানের টিভি স্ক্রিন বেশ বড়। আর কফি গরম থাকে।

৫২ বছর বয়সে তারা দেখা করল অ্যান্ডারসন কফিশপে। কারণ সেখানে পার্কিং লট বড়, গাড়ি রাখা নিয়ে টেনশন করা লাগে না।

৬২ বছর বয়সে তারা দেখা করল অ্যান্ডারসন কফিশপে। কারণ সেখানে খুব কম মশলা দিয়ে খাবার বানায়।

৭২ বছর বয়সে তারা দেখা করল অ্যান্ডারসন কফিশপে। কারণ সেখানে সিনিয়রদের জন্য খাবারে ডিসকাউন্ট দেয়।

৮২ বছর বয়সে তারা দেখা করল অ্যান্ডারসন কফিশপে। কারণ তারা আগে কখনও সেখানে খায় নাই। এবার নতুন জায়গায় খাওয়া উচিত।

৯৫৮ পঠিত ... ১৮:১১, নভেম্বর ১৯, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top